• বিদেশ ডেস্ক
  • ১৩ সেপ্টেম্বর ২০২২ ১৩:২২:৩৩
  • ১৩ সেপ্টেম্বর ২০২২ ১৩:২২:৩৩
অন্যকে জানাতে পারেন: Facebook Twitter Google+ LinkedIn Save to Facebook প্রিন্ট করুন
বিজ্ঞাপন

রানির শেষকৃত্যে বিশ্ব নেতাদের বাসে যাওয়ার অনুরোধ

ছবি : সংগৃহীত

যুক্তরাজ্যের প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে যোগ দিতে আগ্রহী বিশ্ব নেতা ও বিশিষ্টজনদের ব্যক্তিগত বিমানের বদলে বাণিজ্যিক উড়োজাহাজে লন্ডনে আসার অনুরোধ জানিয়েছে ব্রিটিশ সরকার। একই সঙ্গে বিমানবন্দর থেকে বাসে করে অনুষ্ঠানস্থল পর্যন্ত যেতেও তাদের প্রতি অনুরোধ জানানো হয়েছে। 

ব্রিটিশ সরকারের জারি করা এক নির্দেশনায় একথা জানানো হয়েছে।

আগামী ১৯ সেপ্টেম্বর লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

পলিটিকোর এক প্রতিবেদনে বলা হয়, রানির শেষকৃত্যে যোগ দিতে আসা রাষ্ট্র প্রধানদের যতোটা কম সম্ভব প্রতিনিধি নিয়ে আসার অনুরোধ করেছে সরকার।  একই সঙ্গে তাদের ব্যক্তিগত গাড়ি ব্যবহার না করতেও বলা হয়েছে। এর বদলে নেতাদের নিরাপত্তা বাহিনীর পাহারায় পরিচালিত বাস ব্যবহার করতে বলা হয়েছে। এ বাসগুলো লন্ডনের একটি এলাকায় দাঁড়িয়ে থাকবে। সেখান থেকে বাসগুলোতে উঠতে হবে সবাইকে।

মার্কিন সংবাদ মাধ্যম গার্ডিয়ান ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাসের এক মুখপাত্রকে উদ্ধৃতি দিয়ে জানায়, এ মুহূর্তে সবার জন্য আলাদা আলাদা ব্যবস্থা  করা খুবই কঠিন একটি বিষয়।

সংশ্লিষ্ট বিষয়

রানি দ্বিতীয় এলিজাবেথ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Page rendered in: 0.1773 seconds.