জাসপ্রিত বুমরাহ। ছবি : সংগৃহীত
জাসপ্রিত বুমরাহ, ভারতীয় পেস লাইনআপের প্রাণও বলে থাকেন অনেকে। বুমরাহ ছাড়া ভারতীয় পেস লাইনআপ যেন ছন্নছাড়া। সেই প্রমাণ মিলেছে সর্বশেষ এশিয়া কাপ ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ ম্যাচেই।
বুমরাহ ভারতের জার্সিতে শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে জুলাই মাসে। এরপর ইনজুরিতে পড়লে আর মাঠে নামা হয়নি তার। পিঠের ইনজুরিকে জয় করে বুমরাহ ফিরেছেন বিশ্বকাপ স্কোয়াডে। জায়গা পেয়েছেন ঘরের মাঠে অস্ট্রেলিয়া সিরিজেও। কিন্তু প্রথম ম্যাচে বুমরাহকে নিয়ে ঝুঁকি নিতে চাননি টিম ম্যানেজম্যান্ট।
অবশেষে ডু অর ডাই ম্যাচে একাদশে ফিরতে চলছে বুমরাহ। বুমরাহ ফিরলে বাদ যেতে পারেন উমেশ যাদভ। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে দুই উইকেট পেলেও ছিলেন বেশ খরুচে। এদিন ছন্নছাড়া ছিলেন ভুবনেশ্বর ও হার্শাল প্যাটেলও। দুইজন মিলিয়ে ৮ ওভারে খরচ করেছিলেন ১০১ রান।
ভারতীয় পেসারদের ব্যর্থতা দেখা গিয়েছিলো এশিয়া কাপেও। এবার ঘরের মাঠেও পেসাররা নিজেদের হারিয়ে খুঁজছে। তাইতো অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে একাদশে আসতে পারেন বুমরাহ।
বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার সূত্র হিন্দুস্তান টাইমসকে জানিয়েছে, ‘টিম ম্যানেজমেন্ট তার (বুমরাহ) সাথে তাড়াহুড়ো করতে চায়নি এবং সেই কারণেই তিনি মোহালি ম্যাচে খেলতে পারেননি। তিনি নেটে খুব ভালো বোলিং করছেন এবং মাঠে নামতে প্রস্তুত। নাগপুর পেসার উমেশ যাদবের হোম গ্রাউন্ড তবে তার জায়গায় বুমরাহকে সুযোগ দেওয়া যেতে পারে।”