• ক্রীড়া ডেস্ক
  • ২৩ সেপ্টেম্বর ২০২২ ০২:১৯:৫৪
  • ২৩ সেপ্টেম্বর ২০২২ ০২:১৯:৫৪
অন্যকে জানাতে পারেন: Facebook Twitter Google+ LinkedIn Save to Facebook প্রিন্ট করুন
বিজ্ঞাপন

আইপিএলের অভিজ্ঞতা ভারতের বিপক্ষে কাজে লাগিয়েছেন ডেভিড

টিম ডেভিড। ছবি : সংগৃহীত

টিম ডেভিডের জন্ম সিঙ্গাপুরে, আন্তর্জাতিক অঙ্গনে পা রাখেন সিঙ্গাপুরের জার্সিতেই। ছোট দলের বড় তারকা বনে যান তার দুর্দান্ত ব্যাটিং নৈপুণ্য দেখিয়ে। বাবা অস্ট্রেলিয়ান হওয়ায় সুযোগ পান অস্ট্রেলিয়ার জার্সিতে খেলার। অস্ট্রেলিয়ার জার্সিতে নিজের অভিষেক ম্যাচে দলের জয়ে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। 

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) মোহালিতে ভারতের দেওয়া ২০৯ রানের লক্ষ্যে খেলতে নেমে ক্যামেরুন গ্রিন ও ম্যাথু ওয়েডের বিধ্বংসী ব্যাটিংয়ে ৪ উইকেটের জয় পায় অস্ট্রেলিয়া। এই ম্যাচে টিম ডেভিড খেলেন ১৪ বলে ১৮ রানের ইনিংস। ডেভিডের ইনিংসটি বড় না হলেও ম্যাথু ওয়েডের সাথে গড়া ৬২ রানের জুটি দলের জয়ে রেখেছিলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা। 

চাপের মুখে মাথা ঠান্ডা রেখে অস্ট্রেলিয়ার জয়ের আশা বাঁচিয়ে রেখেছিলেন ডেভিড। অপর প্রান্তে ম্যাথু ওয়েড খেলেছেন বিধ্বংসী ইনিংস। দ্বিতীয় ম্যাচে মাঠে নামার আগে বৃহস্পতিবার ভার্চুয়াল প্রেস কনফারেন্সে মুখোমুখি হন ডেভিড। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে টিম ডেভিডের আলাপচারিতায় নিয়ে উঠে এসেছে বিস্তারিত। 

ভারতীয় ক্রিকেটের সাথে তথা আইপিএলের সাথে টিম ডেভিডের সম্পর্ক গড়ে উঠেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জার্সিতে খেলার মধ্য দিয়ে। এরপর সর্বশেষ আসর মাতিয়েছেন মুম্বাইয়ের জার্সিতে। আইপিএল খেলার অভিজ্ঞতা কাজে লাগিয়েছেন ভারতের বিপক্ষেই। তিনি বলেন, ‘আমি মনে করি ভারতে খেলার অভিজ্ঞতা কাজে এসেছিল। আমি জানতাম যে আমরা সেই রান চেজ করতে পারব।’

এর আগে চার উইকেট হারিয়ে চাপে পড়া অস্ট্রেলিয়াকে এগিয়ে নেন ডেভিড। স্বাগতিক দলের বিপক্ষে চাপের মুখে অভিষিক্ত টিম ডেভিড যেন খেলেছেন চাপ ছাড়াই। ডেভিড বলেন, ‘ভারতে খেলার অভিজ্ঞতা আমাদের পিচ এবং চাপ সম্পর্কে ভালো ধারণা দিয়েছে। লক্ষ্য তাড়া করা ভারতীয় কন্ডিশনে সুবিধাজনক।’

এছাড়াও অস্ট্রেলিয়ার জয়ে ভূমিকা রাখার বিষয়ে কথা বলেন ডেভিড। অস্ট্রেলিয়া দলে নতুন হলেও নিজের ভূমিকা কেমন সেটি জানেন টিম ডেভিড। তিনি বলেন, ‘আমার কাজ মিডল অর্ডারে ব্যাট করা। এর মানে আমি খুব বেশি বলের মোকাবেলা করতে যাচ্ছি না। আমার দায়িত্ব ফিনিশারের এবং আমি আমার স্বাভাবিক শট খেলব।’ 

টিম ডেভিড বর্তমান সময়ের অন্যতম সেরা হার্ডহিটার ব্যাটার। আইপিএল ছাড়াও পিএসএল, সহ বেশকিছু দেখে খেলার অভিজ্ঞতা রয়েছে তার। আসন্ন বিশ্বকাপে অস্ট্রেলিয়ার জার্সিতে বিশ্ব ক্রিকেট মাতাবেন টিম ডেভিড।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Page rendered in: 0.1399 seconds.