সূর্যকুমার যাদভ। ছবি : সংগৃহীত
সূর্যকুমার যাদভ যেন ভারতের সূর্য হয়ে উঠেছে। বাইশ গজে ব্যাট হাতে নিজেকে প্রতিনিয়ত ছাড়িয়ে যাওয়া সূর্যকুমার যাদভ এবার গড়েছেন নতুন রেকর্ড। যেখানে পিছনে ফেলেছেন তারই সতীর্থ শিখর ধাওয়ান ও পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ানকে।
ভারতের জার্সিতে টি-টোয়েন্টি ক্রিকেটে সূর্যকুমারের শুরুটা হয়েছে স্বপ্নের মতো। ৩০ ইনিংসে প্রায় ৪০ গড় ও ১৭৩.৩৬ স্ট্রাইকরেটে ৯৭৬ রান করে নজর কেড়েছেন বেশ। বর্তমানে টি-টোয়েন্টি ক্রিকেটের সেরা ব্যাটারদের তালিকায় রয়েছেন দ্বিতীয় স্থানে।
বাইজ গজে ব্যাট হাতে তাণ্ডব চালানো সূর্যকুমার যাদভ চলতি বছরে এতোটাই দুর্দান্ত যে ব্যাট হাতে ভারতীয় ব্যাটারদের সবাইকে ছাড়িয়ে গেছেন, ভেঙেছেন ধাওয়ানের রেকর্ড। ভারতের জার্সিতে এক ক্যালেন্ডার ইয়ারে টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রান এখন সূর্যকুমার যাদভের।
এক ক্যালেন্ডার ইয়ারে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ টি-টোয়েন্টি রান:
সূর্যকুমার যাদব (২০২২)- ৭৩২ রান, এভারেজ: ৪০.৬৬, স্ট্রাইক রেট: ১৮০.২৯
শিখর ধাওয়ান (২০১৮)- ৬৮৯ রান, এভারেজ: ৪০.৫২, স্ট্রাইক রেট: ১৪৭.১১
বিরাট কোহলি (২০১৬)- ৬৪১ রান, এভারেজ: ১০৬.৮৩, স্ট্রাইক রেট: ১৪০.২৬
এছাড়াও বুধবার (২৭ সেপ্টেম্বর) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫০ রানের ইনিংসে ৩ ছক্কা হাঁকিয়ে ভেঙেছেন পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ানের এক ক্যালেন্ডার ইয়ারে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর রেকর্ড। ২০২১ সালে এক ক্যালেন্ডার ইয়ারে ৪২ টি টি-টোয়েন্টি ছক্কা মেরেছিলেন রিজওয়ান। চলতি বছরে সূর্যকুমার যাদব তার চেয়ে পাঁচটি ম্যাচ কম খেলে ৪৫ টি ছক্কা হাঁকিয়ে গড়েছেন নতুন রেকর্ড।