নাসিম শাহ। ছবি : সংগৃহীত
গতকাল জ্বর অনুভব করায় নাসিম শাহকে ভর্তি করা হয় হাসপাতালে। পরবর্তী সময়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকে জানিয়েছিলো নিউমোনিয়াতে আক্তান্ত ১৯ বছর বয়সী এই বোলার। এবার জানা গেলো করোনা পজিটিভ তিনি।
গতকাল (২৭ সেপ্টেম্বর) ইংল্যান্ডকে ৬ রানে হারিয়ে ৩-২ ব্যবধানে সিরিজে এগিয়ে যায় পাকিস্তান। ম্যাচে নাসিম শাহকে একাদশে দেখা যায়নি হাসপাতালে ভর্তি হবার কারণে। ডাক্তার নিউমোনিয়ার খবর জানানোর পর বৃহস্পতিবার জানা যায় করোনা পজিটিভ হয়েছে নাসিম শাহ।
এতে করে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সামনের দুইটি ম্যাচ মিস করবেন এই তরুণ বোলার। অল্প সময়ে পাকিস্তানের জার্সিতে নজর কেড়েছেন, এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে দুই ছক্কা হাঁকিয়ে পাকিস্তানকে জয়ও এনে দিয়েছিলেন এই বোলার। পাকিস্তানের জন্য গুরুত্বপূর্ণ দুইটি ম্যাচে নাসিম শাহর অনুপস্থিতি কিছুটা ভোগাতে পারে দলটিকে।