শান মাসুদ। ছবি : সংগৃহীত
২০২২ মৌসুমে ডার্বিশায়ারের জার্সিতে মাতিয়েছেন কাউন্টি ক্রিকেট। দারুণ পারফরম্যান্সের পরেও ডার্বিশায়ারকে না বলে দিয়েছেন পাকিস্তানের শান মাসুদ। আসন্ন মৌসুমে মাঠ মাতাবেন ইয়র্কশায়ারের জার্সিতে। শুধু খেলবেনই না, দলকে নেতৃত্বও দিবেন এই ক্রিকেটার।
কাউন্টি ক্রিকেট ও ঘরোয়া ক্রিকেটে পারফরম্যান্স করে জায়গা করে নিয়েছেন অস্ট্রেলিয়া বিশ্বকাপের স্কোয়াডে। খেলছেন ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজেও। এবার আরও বড় সুখবর মিললো তার। শান মাসুদের অধিনায়ক হবার বিষয়টি ইয়র্কশায়ারের টুইটার একাউন্টে এক ভিডিও বার্তায় জানিয়েছেন কোচ ওটিস গিবসন।
গিবসন বলেন, ‘শান মাসুদেরর সাথে আমাদের যে কথোপকথন হয়েছে তা হল সামনের মৌসুমে তিনি ক্লাবের অধিনায়ক হতে চলেছেন। খেলোয়াড়রাও এটা জানে, শান মাসুদ ক্লাবের অধিনায়ক হতে চলেছেন, এবং তিনি নেতৃত্বে নিজস্ব স্টাইল নিয়ে আসবেন।’
উল্লেখ্য, শান মাসুদের নেতৃত্বে খেলতে দেখা যাবে ইংল্যান্ডের তারকা ব্যাটার জনি বেয়ারেস্টো, রুটকে। এছাড়াও ডেভিড মালান, হ্যারি ব্রুকস, ডেভিড উইলি, আদিল রশিদ থাকবেন তার দলে। রয়েছেন শ্রীলঙ্কান ব্যাটার দিমুথ করুণারত্নে ও পাকিস্তানি বোলার হারিস রউফের মতো ক্রিকেটারদের।