ফাইল ছবি
বেজে উঠেছে বিশ্বকাপের দামামা। অক্টোবরে শুরু হওয়া অস্ট্রেলিয়া বিশ্বকাপকে সামনে রেখে ইতোমধ্যেই স্কোয়াড ঘোষণা করেছে দলগুলো। এবারের আসরে সরাসরি জায়গা করে নিয়েছে টিম বাংলাদেশ। এবার আসন্ন বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা করেছে আইসিসি।
আসরের চ্যাম্পিয়ন দল পাবে প্রায় ১৬ কোটি টাকা। এছাড়াও প্রথম পর্বে বাদ পড়া দলগুলোও পাবে ৪০ লাখ টাকা। সুপার টুয়েলভে এক ম্যাচ জিততেই দলগুলো পাবে ৪০ লাখ টাকা। সুপার টুয়েলভে একটি ম্যাচ না জিতলেও দলগুলো পাচ্ছে ৭০ লাখ টাকা।
এরআগে ২০২১ বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল পেয়েছিলো ১৬ কোটি টাকা। মূলত গত বিশ্বকাপের সমান সংখ্যক টাকা পাবে দলগুলো।
অস্ট্রেলিয়া বিশ্বকাপে প্রাইজমানি:
চ্যাম্পিয়ন দল - ১.৬ মিলিয়ন ডলার (প্রায় ১৬ কোটি টাকা)
রানারআপ দল - ৮ লাখ ডলার (প্রায় ৮ কোটি টাকা)
সেমি ফাইনালে পরাজিত প্রতিটি দল - ৪ লাখ ডলার (প্রায় ৪ কোটি টাকা)
সুপার টুয়েলভে প্রতি ম্যাচের বিজয়ী দল - ৪০ হাজার ডলার (প্রায় ৪০ লাখ টাকা)
সুপার টুয়েলভ থেকে বাদ পড়া প্রতিটি দল - ৭০ হাজার ডলার (প্রায় ৭০ লাখ টাকা)
প্রথম পর্ব থেকে বাদ পড়া প্রতিটি দল - ৪০ হাজার ডলার (প্রায় ৪০ লাখ টাকা)