ফাইল ছবি
২০১৮ সালে অনুষ্ঠিত সর্বশেষ নারী এশিয়া কাপে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বনে যায় বাংলাদেশ। এরপর প্রায় চার বছর পর বসতে চলছে নারীদের এশিয়া কাপ। ঘরের মাঠ সিলেটে শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে আগামীকাল (১ অক্টোবর) মাঠে নামবে নিগার সুলতানা জ্যোতির দল।
ঘরের মাঠে খেলা বলেই বাড়তি উত্তেজনা ক্রিকেট প্রেমীদের সামনে। কিন্তু আজ (৩০ সেপ্টেম্বর) সংবাদ মাধ্যমে টাইগ্রেস কাপ্তান জানালেন ভিন্ন কথা। জ্যোতি জানালেন ধাপে ধাপে এগিয়ে যেতে চান তারা। তিনি বলেন, ‘নিজেদের ঘরে ওভাবে চ্যালেঞ্জ মনে করছি না। কারণ আমাদের লক্ষ্য হচ্ছে ম্যাচ বাই ম্যাচ খেলা, অন্য দলের শক্তিমত্তাও আমরা দেখতেছি না। আমরা আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করে সেরা ক্রিকেটটাই খেলতে চাই।’
চ্যালেঞ্জ না নিলেও শিরোপা ধরে রাখার লক্ষ্য রয়েছে বলে জানান জ্যোতি। এছাড়াও জ্যোতি মনে করেন ভালো খেলার দিন শেষ, এখন শিরোপার জন্য খেলতে চান তারা। এই নিয়ে টাইগ্রেস দলপতি জানান, ‘ভালো খেলার সময় কিন্তু এখন অলরেডি শেষ। যেহেতু ট্রফি আমাদের ছিল, সুতরাং চেষ্টা করব ট্রফিটা যেন আমাদেরই থাকে এবং ভালো ক্রিকেট কিন্তু আমরা অলরেডি খেলতেছি। এমন তো না যে আমরা ভালো ক্রিকেট খেলতেছি না। সুতরাং ভালো ক্রিকেট খেললে ট্রফি আমাদের ঘরে আসবে। সব মিলিয়ে লক্ষ্য ভালো ক্রিকেট খেলার এবং ট্রফি ধরে রাখার।’