ফাইল ছবি
ক্রিকেটে বেশকিছু নিয়ম-নীতির মধ্যে ব্যাটের আকার নিয়েও রয়েছে নিয়ম। এবার নির্ধারিত মাপের চেয়ে বড় মাপের ব্যাট ব্যবহার করে দলের ১০ পয়েন্ট খোয়ালেন অস্ট্রেলিয়ার নিক ম্যাডিনসন।
ঘটনা ঘটেছে চলতি মাসের প্রথম সপ্তাহে। ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপে ডার্বিশায়ারের মুখোমুখি হয়েছিল ডারহাম। উক্ত ম্যাচে নির্ধারিত আকারের চেয়ে বড় মাপের ব্যাট নিয়ে নেমেছিলো ডারহামের এই ব্যাটার। বেশকিছু পরীক্ষার পর অবশেষে ১০ পয়েন্ট কেটে নেওয়া হয়েছে ডারহামের। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে কাউন্টি ক্রিকেট কমিটি।
এরআগে ম্যাচ শেষে ম্যাডিনসনের বিরুদ্ধে অভিযোগ উঠলে বিষয়টি পর্যালোচনা করে ইংল্যান্ড ক্রিকেটের শৃঙ্খলারক্ষা কমিটি। সেখানে তারা প্রমান পায় আকারে বড় ব্যাট ব্যবহার করেন ম্যাডিনসন। পরবর্তী সময়ে অজি ক্রিকেটার নিয়ম ভাঙার বিষয়টি স্বীকারও করেন। তবে শাস্তির হাত থেকে রেহাই পায়নি তাঁর দল।
এমসিসি-র নিয়মানুযায়ী, হাতল থেকে প্রান্ত পর্যন্ত ব্যাটের দৈর্ঘ্য ৯৬.৫২ সেন্টিমিটারের বেশি হবে না। চওড়ায় হতে হবে ১০.৮ সেমির মধ্যে। ব্যাটের গভীরতা ৬.৭ সেমি এবং প্রান্ত ৪ সেমির বেশি চওড়া হওয়া যাবে না। তবে ম্যাডিনসনের ব্যাট ঠিক কতটা বড় ছিল, সেটির বিস্তারিত জানা যায়নি।