বাবর আজম। ছবি : সংগৃহীত
বর্তমান সময়ের অন্যতম দুই ব্যাটার পাকিস্তানের বাবর আজম ও ভারতের বিরাট কোহলি। ভক্তরা তাদের নাম দিয়েছে কিং বাবর কিংবা কিং কোহলি। এবার কিং কোহলির চেয়ে এক ম্যাচ কম খেলে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ৩ হাজার রান পূর্ণ করে বাবর যেন জানালেন তিনিই কিং!
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট রেকর্ডের ফুলঝুরি। কিন্তু আজ বাবর আজম মাত্র পঞ্চম ব্যাটার হিসেবে স্পর্শ করলেন তিন হাজার রানের মাইলফলক। সময়ের হিসেবে সবচেয়ে কম সময়ে তিন হাজার রান পূর্ণ করলেন বাবর আজম। যেখানে তার সময় লেগেছে ৬ বছর ২৩ দিন। দ্বিতীয় স্থানে থাকা কোহলির লেগেছে ১০ বছর ২৭৫ দিন।
ম্যাচের হিসেবে কোহলির চেয়ে এক ম্যাচ কম খেলে ৩ হাজার রান পূর্ণ করলেন বাবর আজম। কোহলি ৮৭ তম ম্যাচে তিন হাজার রান পূর্ণ করলেও বাবরের লেগেছে ৮৬ ম্যাচ। অবশ্য ইনিংসের হিসেবে দু'জনই রয়েছে সমানে সমান। দু'জনের লেগেছে ৮১ ইনিংস।
এরআগে সর্বপ্রথম ব্যাটার হিসেবে কোহলি তিন হাজার রান পূর্ণ করেছিলেন ১৪ মার্চ ২০২১ সালে ইংল্যান্ডের বিপক্ষে। একই বছরের নভেম্বরে তিন হাজার রানের মাইলফলক স্পর্শ করেন মার্টিন গাপটিল ও রোহিত শর্মা। ২০২২ সালের আগস্টে চতুর্থ ব্যাটার হিসেবে তিন হাজার রান পূর্ণ করেন পল স্টার্লিং।
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) ঘরের মাঠ গাদ্দাফি ক্রিকেট স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে পঞ্চম ব্যাটার হিসেবে তিন হাজার রানের ক্লাবে যুক্ত হলেন বাবর আজম।