হায়দার আলী। ছবি : সংগৃহীত
পাকিস্তান ক্রিকেটে যেন বিপদ ধেয়ে এসেছে। নাসিম শাহ পর এবার হাসপাতালে ভর্তি হতে হয়েছে মিডল অর্ডার ব্যাটার হায়দার আলীকে। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) ম্যাচ শেষে হাসপাতালে ভর্তি হন তিনি।
এসোসিয়েটেড প্রেস এর মাধ্যমে জানা যায়, গতকাল ম্যাচ শেষে ভাইরাস সংক্রমণজনিত অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। এমনিতেও সময়টা ভালো যাচ্ছে না হায়দার আলীর। এশিয়া কাপের স্কোয়াডে না থাকলেও ঘরের মাঠে ইংল্যান্ড ও আসন্ন অস্ট্রেলিয়া বিশ্বকাপের স্কোয়াডে রয়েছেন তিনি। ঘরের মাঠে ব্যাট হাতে চার ম্যাচে সুযোগ পেয়ে করেছেন মাত্র ৩৬ রান।
হায়দার আলীর ত্রিদেশীয় সিরিজে যাওয়া কিংবা বিশ্বকাপ স্কোয়াডে থাকা না থাকা নিয়ে এখনও কিছু জানায়নি বোর্ড। তবে করোনা পজিটিভ ও নিউমোনিয়াতে আক্রান্ত নাসিম শাহ ত্রিদেশীয় সিরিজে থাকবে সেটি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।