তাসকিন আহমেদ। ছবি : সংগৃহীত
ত্রিদেশীয় সিরিজ ও বিশ্বকাপের উদ্দেশ্যে শুক্রবার দেশ ছেড়েছে বাংলাদেশ। ৭ অক্টোবর শুরু হবে নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ। দেশ ছাড়ার পূর্বে গণমাধ্যমে তাসকিন আহমেদ জানালেন ত্রিদেশীয় সিরিজে উন্নতির জন্য মুখিয়ে দল।
টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের অবস্থা যাচ্ছেতাই। তার উপর কিউইদের মাটিতে বাউন্সি উইকেটে বাংলাদেশের ব্যাটাররা হয়ে পড়েন নাজেহাল। বোলাররাও খুব বেশী সাফল্য পায়নি। তবে তাসকিন শোনালেন আশার গল্প। জানালেন, এবার নিউজিল্যান্ডে ২০-৩০ শতাংশ উন্নতি করতে চায় দল।
তিনি বলেন, ‘আমরা খুব বেশি সফল নই এই ফরম্যাটে। যে যার জায়গা থেকে ২০-৩০ শতাংশ উন্নতি করে নিউজিল্যান্ড থেকে যেন অস্ট্রেলিয়ায় যেতে পারি এটাই আমাদের লক্ষ্য।’
লক্ষ্যের কথা জানালেও তাসকিন মানেন কন্ডিশন একটা বড় চ্যালেঞ্জ আমাদের সামনে। সামর্থ্য থাকলেও বাংলাদেশের ক্রিকেটাররা নিজেদের প্রমাণে ব্যর্থ। তবে তাসকিন জানালেন নিজেদের সামর্থ্যের সবটা দিতে পারলে সাফল্য পাওয়া সম্ভব। তিনি বলেন, ‘আমাদের সামর্থ্য আছে। নিশ্চিত করেই বলতে পারি ভালো কিছু হওয়া সম্ভব। কন্ডিশন, প্রতিপক্ষ সবকিছুই কঠিন। কিন্তু সব কিছুই জয় করা সম্ভব।’
কন্ডিশন ও প্রতিপক্ষের কথা না ভেবে নিজেদের উন্নতির দিকে মনোযোগী তাসকিন ও দলের সকলে। তাসকিন মানছেন এক-দুই মাসে সেরা দল হয়ে ওঠা কঠিন। তবে লড়াইয়ের জন্য নিজেদের প্রস্তুত করতে চান তাসকিনরা।
তাসকিন জানান, ‘আমাদের তো স্বপ্ন আছে। আমরা সবাই নিজেদের জায়গা থেকে উন্নতিতে মনোযোগী। এক-দুই মাসে বিশ্বকাপ জয়ের মতো দল হয়ে ওঠা কঠিন। এজন্য উন্নতিতে মনোযোগ হওয়া উচিত। তাতে এখন না হলেও কিছু সময় পর যেন বিশ্বকাপের আসরে লড়াই করতে পারি।’