দাসুন শানাকা। ছবি : সংগৃহীত
আন্ডারডগ থেকে এশিয়া কাপ চ্যাম্পিয়ন, ভারত-পাকিস্তানের মতো দলকে রুখে দেওয়া। সবটাই করে দেখিয়েছে শানাকার দল। এবার এশিয়া কাপের আত্মবিশ্বাসকে পুঁজি করে অস্ট্রেলিয়া বিশ্বকাপে সেমিফাইনাল খেলার স্বপ্ন দেখছেন লঙ্কান ক্যাপ্টেন।
অস্ট্রেলিয়ার মাটিতে হতে যাওয়া বিশ্বকাপে সুপার টুয়েলভে জায়গা করে নিতে লঙ্কানদের খেলতে হবে প্রথম পর্ব। প্রথম পর্বের গণ্ডি পেরুনোর আগেই সেমিফাইনাল খেলার স্বপ্ন দেখছে দলটি। শনিবার (১ অক্টোবর) অস্ট্রেলিয়ার বিপক্ষে দেশ ছাড়ার আগে গণমাধ্যমকে এমনটাই জানান লঙ্কান ক্যাপ্টেন দাসুন শানাকা।
শানাকার মতে এশিয়া কাপ জয়ে তাদের আত্মবিশ্বাস বেড়েছে বেশ। তাইতো বড় পরিকল্পনার ছক কষছে দলটি। এবং সেই পরিকল্পনা অনুযায়ী এগুতে চান বিশ্বমঞ্চে।
শানাকা বলেন, ‘আমরা যদি ম্যাচে সঠিক সিদ্ধান্ত নিতে পারি এবং আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করি, আমি নিশ্চিত যে আমরা বিজয়ী হতে পারব। এবার আমাদের আত্মবিশ্বাস অনেক বেশী। আমার ভাবনা সবসময় পরিকল্পনামাফিক। গত বিশ্বকাপে আশা করেছিলাম যে আমাদের অন্তত সেমিফাইনাল খেলার সামর্থ আছে। গুরুত্বপূর্ণ বিষয় হলো খেলা এবং ওই ম্যাচের সময় পারফর্ম করা।’
আরব আমিরাতের মাঠে শিরোপা জিতলেও এবার সম্পূর্ণ আলাদা কন্ডিশন ও উইকেটে খেলতে হবে তাদের। অস্ট্রেলিয়ার বাউন্সি উইকেটের সাথে বড় মাঠ। সবমিলিয়ে নতুন করে পরিকল্পনা কষেছে লঙ্কানরা। ঘরের মাঠে কিছুদিনের কন্ডিশন ক্যাম্পও করেছেন দলটি। দেশ ছাড়ার পূর্বে লঙ্কান কোচ ক্রিস সিলভারউড এইসব মনে করিয়ে বলেন, ‘আমরা ক্যাম্পে যে প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করছি সেটি খুব নির্দিষ্ট মাফিক। আমরা ক্যান্ডিতে সুপার ওভার করেছি। বেশ মজার কিন্তু সুপার ওভারে কোথায় কি সমস্যা হতে পারে তা হাইলাইট করেছি। কেননা এটি খুব দ্রুত ঘটে। তারপর অস্ট্রেলিয়ার মাঠের আকার। তাদের কিছু বড় মাঠ আছে, আমাদের সেসব মাঠের সাথে মানিয়ে নিতে শিখতে হবে।’
সবমিলিয়ে বিশ্বকাপের আগে বেশ পরিকল্পনা মাফিক নিজেদের ঝালিয়ে নিয়েছেন শানাকা-হাসারাঙ্গারা। এবার দেখার বিষয় অস্ট্রেলিয়ার মাটিতে সেই পরিকল্পনার কতোটা কাজে লাগাতে পারবেন তারা।