ছবি : সংগৃহীত
সাম্প্রতিক সময়ে বাংলাদেশের নারী ক্রিকেটে সাফল্য এসেছে বেশ। যেই সাফল্যের ৭৫ শতাংশই এসেছে সালমা - নাহিদাদের হাত ধরে। বলা যায় স্পিনারদের হাতে নারী ক্রিকেটের মশাল।
সর্বশেষ ১০ ম্যাচে বাংলাদেশ নারী দল বিপক্ষের উইকেট তুলে নিয়েছে ৭৫ টি। অর্থাৎ প্রতি ম্যাচে ৭.৫ টি করে উইকেট তুলতে পেরেছে বোলাররা। এরমাঝে পেসারদের ঝুলিতে মাত্র ৯ উইকেট। শতকরা হিসেবে ১২ শতাংশ।
পরিসংখ্যান বলছে এই ৭৫ টি উইকেটের মাঝে ১০ টি উইকেট তুলে নিয়েছে ফিল্ডাররা। তথা ১০ টি রান আউট করতে পেরেছে টাইগ্রেস ফিল্ডাররা। শতকরা হিসেবে ১৩.৩৩।
এই ১০ ম্যাচে টাইগ্রেস স্পিনার তথা সালমা খাতুন, ফারজানা হক, নাহিদা আক্তার, সোহেলি কিংবা মেঘলারা তাদের স্পিন ঘূর্ণিতে উইকেট নিয়েছে ৫৬ টি। প্রতি ম্যাচে ৫.৬ গড়ে উইকেট পেয়েছে স্পিনাররা। যেখানে দলীয় সাফল্য ৭.৫! শতকরা হিসেবে দলের ৭৪.৬৬ উইকেট তুলে নিয়েছে সালমা-মেঘলারা।
সর্বশেষ ৬ ম্যাচে বাংলাদেশের পেসাররা ১০২ বল করলেও উইকেট নিতে পারেনি একটিও। বাকি ৪ ম্যাচে ৯ উইকেট শিকার করে নিজেদের জানান দিয়েছে মাত্র। বাংলাদেশের পেসাররা এতোটাই নিষ্ফল যে সর্বশেষ ১০ ম্যাচে তাদের সম্মিলিত উইকেটের চেয়ে রান আউটের সংখ্যা বেশী।