রুমানা আহমেদ। ছবি : সংগৃহীত
এশিয়া কাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী দলের শুরুটা হয়েছে উড়ন্ত। পিছিয়ে নেই পাকিস্তান নারী দলও। নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে দুই দলই। এবার পাকিস্তানকে হারানোর পরিকল্পনা আঁকছে স্পিনার রুমানা আহমেদ।
ঘরের মাঠের সুবিধা কাজে লাগানোর সুযোগ থাকছে টাইগ্রেসদের। তবুও পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে শেষবার নিজেদের ঝালিয়ে নিয়েছেন রুমানারা। আজ রবিবার সিলেটে অনুশীলন শেষে গণমাধ্যমের বিপক্ষে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার পূর্বে কথা বলতে গিয়ে স্পিনার রুমানা বলেন, ‘পরিকল্পনা আসলে সেভাবে নেওয়ার কিছু নাই। আমরা পাকিস্তানের সঙ্গে বেশ কিছু ম্যাচ খেলেছি, ওয়ানডে ও টি-টোয়েন্টি দুটোই। আমার মনে হয় এখন অবধি যেভাবে প্রস্তুত আছি, ওদের সঙ্গে খেলার জন্য যথেষ্ট।’
সিলেটের মাটিতে শুরুর দিন থেকেই দাপট দেখাচ্ছেন স্পিনাররা। প্রথম চার ম্যাচে ৪৬ উইকেটের মধ্যে ৩৮ টিই নিয়েছেন স্পিনাররা। বাকি ৮ টি পেসারদের ঝুলিতে। প্রতিটি দল নির্ভর করছে স্পিনারদের ওপর। মূলড কন্ডিশনের কারণেই এমন হচ্ছে বলে জানান রুমানা।
রুমানা বলেন, ‘পিচ ও কন্ডিশনের জন্যই মনে হবে এটা। সিলেটে স্পিনাররা বরাবরই ভালো করে, ছেলে বা মেয়ে দুই দলই। বিশ্বে আমরা যাকে সেরা বোলার মনে করি তিনি সালমা আপু। উনি যে স্পেলটা করে, অসাধারণ।’
পাকিস্তান স্পিনে পারদর্শী হলেও স্পিন দিয়েই ঘায়েল করতে চায় তাদের। কেননা পূর্বেও স্পিন দিয়েই পাকিস্তানকে হারিয়েছে টাইগ্রেসরা। এই বিষয়ে রুমানা বলেন, ‘পাকিস্তান স্পিন ভালো খেলে। কিন্তু আমরা পূর্বেও স্পিন দিয়ে ওদের অ্যাটাক করেছি। আমাদের স্পিনাররা আগের চেয়ে উন্নতি করেছে, ম্যাচগুলোতে সর্বোচ্চ দিচ্ছে। পাকিস্তানকে হারাতে স্পিন যথেষ্ট।’