সূর্যকুমার যাদব। ছবি : সংগৃহীত
সূর্যকুমার যাদব অল্প সময়েই হয়েছে উঠেছে ভারতের নতুন সূর্য। বিশ্ব ক্রিকেটে তাণ্ডব চালানো সূর্যকুমার যাদব নিজেকে জানান দিয়েছেন বাইশ গজে। এবার বিধ্বংসী ব্যাটিংয়ে গড়লেন নতুন রেকর্ড। তার চেয়ে কম বলে ১০০০ রান পূর্ণ করেনি আর কোনো ব্যাটার।
ভারতের জার্সিতে নিজেকে ছাড়িয়ে যাওয়া সূর্যকুমার যাদব বিশ্ব ক্রিকেটের দ্বিতীয় সেরা ব্যাটার। এবার সবচেয়ে কম বলের মোকাবিলায় ১ হাজার রান পূর্ণ করেন ৩৬০ ডিগ্রি খ্যাত এই ব্যাটার। মাত্র ৫৭৩ বলে টি-টোয়েন্টি ক্রিকেটে এক হাজার রান পূর্ণ করলেন তিনি।
কম বল মোবাবেলায় টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম এক হাজার রান:
সূর্যকুমার যাদব - ৫৭৩ বল - স্ট্রাইকরেট ১৭৪
গ্লেন ম্যাক্সওয়েল - ৬০৪ বল - স্ট্রাইকরেট ১৬৬
কলিন মুনরো - ৬৩৬ বল - স্ট্রাইকরেট ১৫৭
এভিন লুইস - ৬৪০ বল - স্ট্রাইকরেট ১৫৬
থিসারা পেরেরা - ৬৫৪ বল - স্ট্রাইকরেট ১৫৩