সালমা খাতুন। ছবি : সংগৃহীত
এশিয়া কাপে উদ্বোধনী ম্যাচে থাইল্যান্ডকে উড়িয়ে দিলেও নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে লজ্জাজনক হার মেনেছে টাইগ্রেসরা। ঘরের মাঠে এমন হারের পর নানান আলোচনা সমালোচনা হচ্ছে ক্রিকেট পাড়ায়।
সোমবাব (৩ অক্টোবর) বাংলাদেশ সময় সকাল নয়টায় শুরু হয় ম্যাচ। বাংলাদেশ - পাকিস্তানের সামনে মূল পতিপক্ষ হয়ে দাঁড়িয়েছিলো বৃষ্টি। বৃষ্টি থামলে পাকিস্তানের বোলারদের তাণ্ডবে ৭০ রানেই গুটিয়ে যায় জ্যোতি বাহিনী। ৭১ রানের লক্ষ্যে খেলতে নেমে টাইগ্রেস বোলারদের এলোমেলো বোলিংয়ে ৯ উইকেটের জয় পায় পাকিস্তান। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে কথা বলেন সালমা খাতুন।
সালমা জানান প্রস্তুতি ঠিকঠাক হলেও ভাগ্য সহায়ক না হওয়ায় জয় হয়নি বাংলাদেশের। দলের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক সালমা নিজের ব্যাটিংয়ের কথাও তুলে ধরেন। তিনি বলেন, ‘আসলে আমরা সবাই প্রস্তুত থাকি। পরিস্থিতি অনুযায়ী যাকে যখন দরকার তখন নামানো হয়। আজ ওরকম চাপ ছিল না। টপ অর্ডার পারছে না বলে যে আমরা পারবো না এমন না। আমি যখন গিয়েছি, নরমালি ব্যাট করেছি, দলকে কিছু দেওয়ার চেষ্টা ছিল। সবার মধ্যেই এই প্রস্তুতি ছিল। হয়তো ভাগ্য খারাপ আজকে রান করতে পারিনি।’
প্রায় ১০ মিনিটের সংবাদ সম্মেলনে সাংবাদিকদের নানান প্রশ্নের উত্তর দেন সালমা খাতুন। এক পর্যায়ে বেশ বিরক্ত হয়ে ওঠেন তিনি। তার মনে হারলে অনেক প্রশ্ন হয়, জিতলে এগুলো হয়না। তিনি বলেন, ‘মূল কথা হচ্ছে আজকে আমাদের দিন খারাপ গেছে। যে কারণে এত প্রশ্ন আসছে। আমরা যখন জিতি তখন কিন্তু এত প্রশ্ন আসে না।’