অ্যাডাম গিলক্রিস্ট। ছবি : সংগৃহীত
অস্ট্রেলিয়ার বিশ্বকাপের বাকি ১৩ দিন। বিশ্বকাপ শুরুর আগেই বিশ্বকাপের উন্মাদনে মেতেছে ক্রিকেট বিশ্ব। এবার সেখানে যুক্ত হলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি অ্যাডাম গিলক্রিস্ট। আইসিসিকে দেওয়া সাক্ষাৎকারে জানালেন নিজের সেরা পাঁচ ক্রিকেটারের নাম।
ক্রিকেটের বাইশ গজে ছিলেন বেশ পরিচিত মুখ। দারুণ ব্যাটিংয়ের সাথে কিপিং গ্লাভস হাতে মুগ্ধতা ছড়িয়েছেন। অস্ট্রেলিয়ার জার্সিতে তিনটি বিশ্বকাপ জয়ের সাক্ষী হয়ে রয়েছেন তিনি। টি-টোয়েন্টি ক্রিকেটে স্ট্রাইকরেট ১৪০ এর ঘরে। ক্রিকেটকে বিদায় বলার পর যুক্ত হয়েছেন ফক্স ক্রিকেটের ধারাভাষ্যকার হিসাবে।
সোমবার(৩অক্টোবর) আইসিসিকে দেওয়া সাক্ষাৎকারে গিলক্রিস্ট টি-টোয়েন্টি ক্রিকেটের পাঁচটি ভিন্ন দেশের খেলোয়াড়দের নাম দিয়েছেন, যারা তার চোখে বর্তমান সময়ের সেরা। আসন্ন বিশ্বকাপে তাদের উপর চোখ থাকবে বেশী।
গিলক্রিস্টের চোখে সেরা পাঁচ:
১. ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া)
২. বাবর আজম (পাকিস্তান)
৩. হার্দিক পান্ডিয়া (ভারত)
৪. রাশিদ খান (আফগানিস্তান)
৫. জস বাটলার (ইংল্যান্ড)