ছবি : সংগৃহীত
সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান সাইবারডাইন টেকনোলজি লিমিটেডের আয়োজনে কক্সবাজারে ন্যাশনাল বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ অক্টোবর) থেকে বৃহস্পতিবার (১৩ অক্টোবর) পর্যন্ত জেলার একটি হোটেলে কনফারেন্সটি অনুষ্ঠিত হয়।
সারা দেশের পার্টনার ও কমিশনভিত্তিক সেলস এজেন্টদের মনোবল চাঙ্গা করতে ও বিজনেস ডেভেলপমেন্ট বাড়াতে কনফারেন্সটি আয়োজন করা হয়।
কনফারেন্সে অংশ নেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) আমসাআ আমিন ও ব্যবস্থাপনা পরিচালক মো. রুহুল কুদ্দছ মন্ডল। পরিচালক ড. সাইদুর রহমান সেলিম ও মো. জারিফ হুদাও এতে অংশ নেন।
চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) আমসাআ আমিন বলেন, সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়তে আমরা আমাদের প্রতিষ্ঠানের সেবা পৌঁছে দিতে চাই সকল স্তরে। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে, করপোরেট প্রতিষ্ঠানে এবং সরকারি ও বেসরকারি ছোট বড় প্রতিষ্ঠানেরও সফটওয়্যার নির্মাণ করেছি আমরা।
দেশে ডিজিটাল উন্নয়নের পাশাপাশি নৈতিক সমাজ বিনির্মাণেও সবাইকে কাজ করতে হবে বলে জানান তিনি।
ব্যবস্থাপনা পরিচালক মো. রুহুল কুদ্দছ মন্ডল বলেন, তরুণরা দেশের টেকনোলজিকেন্দ্রিক ভালো একজন উদ্যোক্তা হতে পারেন। আমরা চেষ্টা করছি টেকনোলজিতে তরুণ সমাজকে কাজে লাগানোর। তাদের নিজেদের মেধাকে কাজে লাগিয়ে সারা দেশে ডিজিটাল প্রযুক্তির বিস্তার ছড়িয়ে দিতে চাই।
তিনি বলেন, আমাদের প্রতিষ্ঠানের মাধ্যমে ট্রেনিং দিয়ে তরুণদের দক্ষতা বাড়াতে চাই। তারা দক্ষ হয়ে উঠলে অবশ্যই তথ্য প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে নিজের ভবিষ্যৎ সুন্দর করে সাজাতে পারবে।
শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান, প্রডাকশন হাউস এবং করপোরেট অফিসগুলোতে ২০১৫ সাল থেকে সফটওয়্যার বিজনেস পরিচালনা করে আসছে সাইবারডাইন টেকনোলজি লিমিটেড।
বিভাগীয় শহর, জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিষ্ঠানটির শতাধিক পার্টনার ও কমিশনভিত্তিক সেলস এজেন্ট রয়েছে।