• বাংলা ডেস্ক
  • ১৫ অক্টোবর ২০২২ ০৮:২৩:০২
  • ১৫ অক্টোবর ২০২২ ০৮:২৩:০২
অন্যকে জানাতে পারেন: Facebook Twitter Google+ LinkedIn Save to Facebook প্রিন্ট করুন
বিজ্ঞাপন

না ফেরার দেশে হ্যারি পটারের ‘হ্যাগ্রিড’

রবি কোল্ট্রান। ছবি: সংগৃহীত

 

বিশ্ব বিখ্যাত চলচ্চিত্র সিরিজ হ্যারি পটারের হ্যাগ্রিড চরিত্রে অভিনয় করা কিংবদন্তি অভিনেতা রবি কোল্ট্রান আর নেই। শুক্রবার(১৪ অক্টোবর) দুনিয়ায় মায়া ত্যাগ করেন তিনি। মৃত্যুর বিষয়টি বিবিসিকে নিশ্চিত করেছে হ্যাগ্রিডের প্রতিনিধি বেলিন্ডা রাইট। মৃত্যুকালে রবি কোল্ট্রানের বয়স হয়েছিল ৭২ বছর।

১৯৫০ সালে জন্মগ্রহন করা রবি ১৯৭৯ সালে একটি টেলিভিশন সিরিজ়ের মাধ্যমে নিজের অভিনয় জীবন শুরু করেন। এরপর ১৯৮৩ সালে কমেডি সিরিজ ‘আলফ্রেসকো’-তে দেখা যায় তাকে। এই সিরিজের চার বছর পর, ১৯৮৭ সালে ‘টুটি ফ্রুটি’ নামক সিরিজ়ে মুখ্য অভিনেতা হিসেবে ছিলেন তিনি।

মূলত ১৯৯৩ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত টেলিভিশন সিরিজ় ‘ক্র্যাকার’-এ মনোবিদের চরিত্রে অভিনয় সকলের মন কেড়ে নিয়েছিলেন এই অভিনেতা। মূলত হ্যারি পটার ফ্র্যাঞ্চাইজিতে ‘হ্যাগরিড’-এর জন্য তিনি বিশ্বে পরিচিত লাভ করেন। স্কটিশ এই অভিনেতা ১৯৯৪ থেকে ১৯৯৬ সালের মধ্যে তিনি পর পর তিন বার ‘বাফটা’ পুরস্কার জিতেছিলেন।

সংশ্লিষ্ট বিষয়

স্কটিশ অভিনেতা

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Page rendered in: 0.1668 seconds.