বাজারে বেড়ের স্বর্ণের দাম। ছবি: সংগৃহীত
সময় গড়ানোর সঙ্গে স্বর্ণের বাজার হচ্ছে ভারী। বাংলাদেশে আবারও বেড়েছে স্বর্ণের দাম। ভালো স্বর্ণের ভরি প্রতি বেড়েছে ২ হাজার ৩৩২ টাকা।
শনিবার (১২ নভেম্বর) বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদের স্বাক্ষরিত নথিপত্র গণমাধ্যমকে নিশ্চিত করে বাজুস। আজ (রবিবার) থেকে কার্যকর হবে নতুন মূল্য।
শনিবার পর্যন্ত দেশে ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ছিলো ৮০ হাজার ১৩২ টাকা। আজ সেটি বেড়ে দাঁড়িয়েছে ৮২ হাজার ৪৬৪ টাকা। ২১ ক্যারেট স্বর্ণের ভরি প্রতি বেড়েছে ১ হাজার ১৩৫ টাকা। এবং ১৮ ক্যারেটের স্বর্ণের ভরি বেড়ে দাঁরিয়েছে ৬৭ হাজার ৪৭৬ টাকায়।