৬৮ রানের ইনিংস খেলেন মুশফিকুর রহিম। ছবি: বিসিবি
ভারত সিরিজের প্রস্তুতি হিসেবে বিসিবি আয়োজন করেছে বিসিএল। কিন্তু প্রস্তুতি হচ্ছে না মনের মতো। বিকেএসপিতে মুশফিকুর রহিমের লড়াকু ৬৮ রানে ইসলামী ব্যাংক ইস্ট জোনের পুঁজি মাত্র ১৭০ রান।
আজ বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বিকেএসপির ৪ নাম্বার মাঠে বিসিবি সাউথ জোনের মুখোমুখি হয় ইস্ট জোন। সকাল ৯ টায় শুরু হওয়া ম্যাচে টস জিতে মুশফিকুর রহিমের ইস্ট জোনকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান সাউথ জোন। টস জয়ী সেন্ট্রাল জোনের শুরুটা হয়েছে আশানুরূপ। মাত্র ১৬ রানেই ইস্ট জোনের ২ ওপেনারকে সাজঘরের পথ দেখিয়ে সাউথ জোনকে এগিয়ে নেন শরিফুল ও কামরুল রাব্বী।
টানা দুই ইনিংস ব্যর্থতার পর আজ ঘুরে দাঁড়ানোর আভাস দিলেও ব্যর্থ হোন ইমরুল। দলীয় ৩৫ রানে ইমরুলের বিদায়ের পর দ্রুত ফিরে যান আফিফও। সেখান থেকে মুশফিকুর রহিম ও প্রীতম কুমার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও সাউথ জোনের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে পেরে উঠতে পারেনি। একপ্রান্তে মুশফিক ফিফটি তুলে নিলেও ফিরে যান ১১১ বলে ৬৮ রানের ইনিংস খেলে। মুশফিকের বিদায়ের পর শেষ দিকে রেজাউর রাজার ২২ ও তানভীর ইসলামের ১৯ রানে ভর করে ইস্ট জোন পুঁজি পায় ১৭০ রানের।
সংক্ষিপ্ত স্কোর:
ইস্ট জোন ১৭০/১০(৫০ ওভার)
মুশফিকুর ৬৮, রাজা ২২, তানভীর ১৯*
রাব্বী ৩৭/৪, জিয়াউর ২৪/২