সেঞ্চুরির দেখা পান মোহাম্মদ মিথুন। ছবি: সংগৃহীত
ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট। মোহাম্মদ মিথুনের সাথে শব্দটি আজ একেবারেই যায়। সতীর্থদের ব্যর্থতার দিনে সেঞ্চুরি করে দলকে এনে দিলেন ২২৮ রানের লড়াকু পুঁজি।
আজ বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বিকেএসপির ৩ নাম্বার মাঠে মুখোমুখি হয় সেন্ট্রাল জোন ও নর্থ জোন। নির্ধারিত সময়ের ১০ মিনির পর খেলা শুরু হলে টস জিতে সেন্ট্রাল জোনকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান নর্থ জোন। নর্থ জোনের আমন্ত্রণে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি সৌম্য-শান্তরা। মাত্র ৫৩ রানে ৪ উইকেট হারিয়ে কঠিন চাপে পড়ে সেন্ট্রাল জোন। সেটি আরও বেড়ে যায় দলীয় ৭২ রানে মোসাদ্দেকের বিদায়ে।
সতীর্থদের যাওয়া আসার মিছিলের দিনে মোহাম্মদ মিথুন ধরেন হাল। ষষ্ঠ উইকেট জুটিতে জাকের আলীকে সাথে নিয়ে ৬৮ রানের জুটি উপহার দেন তিনি। এই জুটিতে জাকের আলীর সংগ্রহ ১৫ রান! জাকের ফিরলেও লোয়ার অর্ডার ব্যাটারদের নিয়ে লড়াই করতে থাকেন মিথুন। দারুণ ব্যাটিংয়ে ১০৫ বলে তুলে নেন সেঞ্চুরি। ম্যাচে মিথুনের ১২১ ও হাসান মাহমুদের ১৮ রানে ভর করে ২২৮ রানের পুঁজি পায় সেন্ট্রাল জোন।
সংক্ষিপ্ত স্কোর:
সেন্ট্রাল জোন ২২৮/৮(৫০ ওভার)
মিথুন ১২১*, হাসান মাহমুদ ১৮*
সাইফউদ্দিন ৩১/২, সৈকত ৩৪/২