জোফরা আর্চার। ছবি: সংগৃহীত
ইনজুরির জন্য প্রায় ২ বছর বাইশ গজে ফেরা হয়নি ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপ জয়ী এই পেসারের। অবশেষে ইংল্যান্ড লায়ন্সের হয়ে মাঠে ফেরেন জোফরা আর্চার।
২৩ নভেম্বর ইংল্যান্ড লায়ন্সের জার্সিতে আবু ধাবিতে ফেরার দিনেই পেয়েছেন সুখবর। আসন্ন দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি লিগে তাকে দলে নিয়েছে এমআই কেপ টাউন। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিশ্চিত করেছে কেপ টাউন।
https://l.facebook.com/l.php?u=https%3A%2F%2Ftwitter.com%2FMICapeTown%2F...
এছাড়াও ২০২৩ আইপিএলে মুম্বাইয়ের জার্সিতে তাকে দেখা যাবেস সেটিও নিশ্চিত। এবার মুম্বাই ইন্ডিয়ান্সের মালিকানাধীন গ্রুপ এমআই কেপ টাউনে দলে ভেড়ালো আর্চারকে। আর্চারদের দলে লিয়াম লিভিংস্টোন, রশীদ খানের মতো তারকা ক্রিকেটার যুক্ত হয়েছে ইতিমধ্যেই।