৮২ রানের অসাধারণ ইনিংস খেলেন নাঈম শেখ। ছবি: সংগৃহীত
বিসিএলের তৃতীয় দিনে বিকেএসপিতে সেন্ট্রাল জোনের বিপক্ষে মুশফিকুরের ৬৮ রানে ১৭০ রানের পুঁজি পাওয়া ইস্ট জোন নাঈম শেখের অনবদ্য ৮২ রানে ভর করে জয়ে পেয়েছে ৬ উইকেটের বড় ব্যবধানে।
আজ বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বিকেএসপির ৪ নাম্বার মাঠে বিসিবি সাউথ জোনের মুখোমুখি হয় ইস্ট জোন। সকাল ৯ টায় শুরু হওয়া ম্যাচে টস জিতে মুশফিকুর রহিমের ইস্ট জোনকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান সাউথ জোন। টস জয়ী সেন্ট্রাল জোনের শুরুটা হয়েছে আশানুরূপ। মাত্র ১৬ রানেই ইস্ট জোনের ২ ওপেনারকে সাজঘরের পথ দেখিয়ে সাউথ জোনকে এগিয়ে নেন শরিফুল ও কামরুল রাব্বী।
টানা দুই ইনিংস ব্যর্থতার পর আজ ঘুরে দাঁড়ানোর আভাস দিলেও ব্যর্থ হোন ইমরুল। দলীয় ৩৫ রানে ইমরুলের বিদায়ের পর দ্রুত ফিরে যান আফিফও। সেখান থেকে মুশফিকুর রহিম ও প্রীতম কুমার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও সাউথ জোনের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে পেরে উঠতে পারেনি। একপ্রান্তে মুশফিক ফিফটি তুলে নিলেও ফিরে যান ১১১ বলে ৬৮ রানের ইনিংস খেলে। মুশফিকের বিদায়ের পর শেষ দিকে রেজাউর রাজার ২২ ও তানভীর ইসলামের ১৯ রানে ভর করে ইস্ট জোন পুঁজি পায় ১৭০ রানের।
১৭১ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা ভালো হয়নি সেন্ট্রাল জোনের। দলীয় ৫ রানেই ব্যক্তিগত রানের দেখা যাওয়ার আগেই ফিরে যান এনামুল হক বিজয়। এরপর দ্রুত ফিরে যান জাকির হাসানও। দলীয় ২৩ রানে দুই উইকেট হারালেও দুর্দান্ত ব্যাটিং উপহার দিতে থাকেন নাঈম শেখ। তৃতীয় উইকেট জুটিতে নাঈম ইসলামকে সাথে নিয়ে এগিয়ে যেতে থাকেন জয়ের দিকে। একপ্রান্তে নাঈম শেখ চার ছক্কায় মাতিয়ে রাখলেও উপর পড়ান্তে নাঈম ইসলাম খেলতে থাকেন সাবধানে।
দলীয় ১২৭ রানের মাথায় নাঈম শেখ ৮২ রানে ফিরলে ভাঙে ১০৪ রানের অসাধারণ জুটি। নাঈম শেখের পর দ্রুত ফিরে যাম নাঈম ইসলামও। এরপর নাসির হোসেন ও তৌহিদ হৃদয়ের সাবধানী ব্যাটিংয়ে ৬ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যান সেন্ট্রাল জোন।
সংক্ষিপ্ত স্কোর:
ইস্ট জোন ১৭০/১০(৫০ ওভার)
মুশফিকুর ৬৮, রাজা ২২, তানভীর ১৯*
রাব্বী ৩৭/৪, জিয়াউর ২৪/২
সেন্ট্রাল জোন ১৭১/৪ (৪৫ ওভার)
নাঈম শেখ ৮২, নাঈম ইসলাম ২৬, নাসির ২৩*
শেখ মাহাদী ২২/৩, তানভীর ৩৮/১
ফলাফল: সেন্ট্রাল জোন ৬ উইকেটে জয়ী।