তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে দুই দল। ছবি: সংগৃহীত
দরজায় কড়া নাড়ছে ভারত সিরিজ। বাংলাদেশের ঘরের মাঠে ২০১৫ সালের পর পা রাখতে চলছে ভারত। ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি।
আজ বৃহস্পতিবার (২৪ নভেম্বর) এক বিবৃতিতে স্কোয়াড ঘোষণা করে বিসিবি। অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বে বেশ শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ।
একাদশে জায়গা হয়নি শেখ মাহাদীর। এছাড়াও নেই শরিফুল ইসলাম। সবশেষে ওয়ানডে সিরিজে দারুণ পারফরম্যান্স করা বিজয়ের জায়গা হয়েছে স্কোয়াডে।
ডিসেম্বরের ১ তারিখে বাংলাদেশে পা রাখবে ভারত। সিরিজের প্রথম দুই ওয়ানডেতে ৪ ও ৭ ডিসেম্বর মিরপুরে মাঠে নামবে দুই দল। সিরিজের শেষ ম্যাচে ১০ ডিসেম্বর চট্টগ্রামে মুখোমুখি হবে দুই দল।
ভারতের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে দল:
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, এনামুল বিজয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসাইন, ইয়াসির আলী, মাহমুদউল্লাহ রিয়াদ, নাজমুল শান্ত, নুরুল হাসান সোহান, মেহেদী মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও এবাদত হোসেন।