ম্যাচ সেরার পুরস্কার হাতে নাঈম শেখ। ছবি: সংগৃহীত
সাদা বলে দুর্দান্ত ফর্মে নাঈম শেখ। জাতীয় দল থেকে বাদ পড়লেও চলতি বিসিএলে হ্যাটট্রিক সেঞ্চুরির দেখা পেয়েছেন এই ওপেনার। এবার জানালেন কখনও অফফর্মে ছিলেন না তিনি।
আজ বৃহস্পতিবার (২৪ নভেম্বর) পূর্বাঞ্চলের বিপক্ষে ৮২ রানের ম্যাচ উইনিং ইনিংস উপহার দেন নাঈম শেখ। জিতেছেন ম্যাচ সেরার পুরস্কারও। ম্যাচ শেষে তাই ফুরফুরে মেজাজই দেখা যায় তাকে।
ম্যাচ শেষে গণমাধ্যমের মুখোমুখি হলে জাতীয় দল থেকে বাদ পড়ার বিষয় সামনে এলে নাঈম জানান অফফর্মে ছিলেন না তিনি।
নাঈম বলেন, ‘একটা প্লেয়ার কখনই একটা ফ্লোতে থাকে না। কমবেশি আপ-ডাউন থাকে। আমার সময়টা তখন ভালো যায়নি, কিন্তু অফফর্মে ছিলাম না। তিন-চারটা ম্যাচে রান করতে পারিনি, দশটা ম্যাচও হতে পারে। রান না করা মানে এই না যে আমি অফফর্মে আছি।’
চলতি বিসিএলে হেসেছে নাঈমের ব্যাট। প্রথম ম্যাচে ৬৩ রানের পর দ্বিতীয় ম্যাচেও খেলেন ৫৪ রানের ইনিংস। এবং আজ ৮২ রানের ইনিংস খেলে হয়েছেন ম্যাচ সেরা।