ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন নেইমার। ছবি: সংগৃহীত
বিশ্বকাপে ইনজুরি যেনো পিছু ছাড়ে না নেইমারের। কাতার বিশ্বকাপে আবারও ইনজুরি নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাকে। সার্বিয়ার বিপক্ষে ২-০ গোলের উদযাপন ব্রেঞ্চে বসেই করতে হয়েছে তাকে।
কাতার বিশ্বকাপের নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয় ব্রাজিল ও সার্বিয়া। সবকিছুই ঠিকঠাক চলছিল। আক্রমণ আর পাল্টা আক্রমণে জমে ওঠা ম্যাচে ততক্ষণে এগিয়ে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। কিন্তু বিপত্তি ঘটেছে ম্যাচের ৮০ তম মিনিটে।
সার্বিয়ার ফুটবলারের বাঁধায় গোড়ালিতে চোট পান নেইমার। চোট গুরুতর হওয়ায় ৮০ তম মিনিটে মাঠ ছাড়তে হয়েছে তাকে। পরবর্তীতে জানা যায় নেইমারের গোড়ালি মচকে গেছে। তবে সেটি কতোটা গুরুতর সেটি এখনও জানা যায়নি।
ব্রাজিল দলের চিকিৎসক জানান, ডান পায়ের গোড়ালি মচকে গেছে নেইমারের। কাতার বিশ্বকাপে তিনি খেলতে পারবেন কি না, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে নিশ্চিত হওয়া যাবে।