১২৪ রানের উড়ন্ত সূচনা পায় ভারত। ছবি: সংগৃহীত
টি-টোয়েন্টি মিশন শেষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হয়েছে ভারত ও নিউজিল্যান্ড। শিখর ধাওয়ান ও সুবমান গিলের ব্যাটে উড়ন্ত সূচনা পাওয়া ভারতকে ৩০৬ রানের পুঁজি এনে দিয়েছে শ্রেয়াস আইয়ার।
আজ শুক্রবার (২৫ নভেম্বর) অকল্যান্ডের ইডেন পার্কে বাংলাদেশ সময় সকাল সাড়ে সাতটায় টস জিতে সফরকারীদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান স্বাগতিক অধিনায়ক কেন উইলিয়ামসন। টস হেরে ব্যাটিংয়ে নামা ভারতকে উড়ন্ত সূচনা এনে দেন শিখর ধাওয়ান ও সুবমান গিল। দুই ওপেনারের দারুণ ব্যাটিংয়ে শতরানের জুটি দেখে ভারতীয়রা। একপ্রান্তে শিখর ধাওয়ান ফিফটি তুলে নিয়ে এগিয়ে যেতে থাকেন সেঞ্চুরির দিকে। ঠিক তখনি ৫০ রানে আউট হন গিল। দলীয় ১২৪ রানে গিলকে হারানোর পর ফিরো যান শিখর ধাওয়ানও।
এরপর ঋষভ পান্থ ও শ্রেয়াস আইয়ারের ব্যাটে এগিয়ে যেতে থাকে ভারত। কিন্তু পান্থও ব্যর্থ হয়ে ফিরলে চাপে পড়ে ভারত। সেই চাপ বেড়ে যায় মাত্র ৪ রানে সূর্যকুমারের বিদায়ে। দলীয় ১৬০ রানে সূর্য ফিরলেও দুর্দান্ত ব্যাটিং উপহার দেন আইয়ার। পঞ্চম উইকেট জুটিতে তাকে সঙ্গ দেন স্যাঞ্জু স্যামসন। একপ্রান্তে আইয়ারের দারুণ ব্যাটিংয়ে বড় রানের স্বপ্ন দেখে ভারত। সেটি শেষ পর্যন্ত সম্ভব হয় ওয়াশিংটন সুন্দরের ১৬ বলে ৩৭ রানের ক্যামিও ইনিংসে। এদিন আইয়ারের ৮০ রানে ভর করে ৩০৭ রানের পুঁজি পায় ভারত।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত ৩০৬/৭(৫০ ওভার)
আইয়ার ৮০, ধাওয়ান ৭২, গিল ৫০
ফার্গুসন ৫৯/৩, সাউদি ৭৩/৩