শেষ তিন মিনিটেই বদলে যায় ম্যাচের ভাগ্য। ছবি: সংগৃহীত
ফুটবল জৌলুশ হারিয়েছে? একেবারেই নয়। আর্জেন্টিনাকে হারিয়ে সৌদি যেমন চমক দেখিয়েছে তেমনি জাপান ইতিহাস গড়েছে জার্মানিকে হারিয়ে। এবার অতিরিক্ত সময়ের শেষ তিন মিনিটের চরম নাটকীয়তায় ওয়েলসকে ২-০ গোলে হারালো ইরান।
এরআগে কাতারের আহমেদ বিন আলি স্টেডিয়ামে আজ শুক্রবার (২৫ নভেম্বর) ওয়েলসের মুখোমুখি হয় ইরান। ম্যাচের শুরুতেই ইরান এগিয়ে গেলেও অফসাইডে বাতিল হয় গোল। এরপর আক্রমণ আর পাল্টা আক্রমণে দুই দল জমিয়ে তোলে খেলা। প্রথর্মাধে বেশকিছু সুযোগ নষ্ট করে ইরান। তেমনি কিছু সুযোগ হাতছাড়া করে ওয়েলসও। প্রথর্মাধে গোল শূন্য থেকে বিরতিতে যায় দুই দল।
এরপর দ্বিতীয়ার্ধে বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকে ওয়েলস। কিন্তু আক্রমণের দিকে এগিয়ে থাকেন ইরান। কিন্তু জালে বল পাঠাতে ব্যর্থ হোন দুই দলই। নির্ধারিত সময়ে গোলের দেখা পায়নি কোনো দলই। কিন্তু অতিরিক্ত ১১ মিনিটেই বদলে যায় ম্যাচের ভাগ্য। শেষ তিন মিনিটে ওয়েলসের জালে দুইবার গোল পাঠায় ইরান। এতেই পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে দলটি।