• নিজস্ব প্রতিবেদক
  • ০১ ডিসেম্বর ২০২২ ২৩:৫০:৫৭
  • ০১ ডিসেম্বর ২০২২ ২৩:৫০:৫৭
অন্যকে জানাতে পারেন: Facebook Twitter Google+ LinkedIn Save to Facebook প্রিন্ট করুন
বিজ্ঞাপন

এলজির ইনফরমেশন ডিসপ্লের প্রযুক্তিগত সেবা দেবে ইউনিক বিজনেস

ছবি : সংগৃহীত

 

দেশের বাজারে এলজির ইনফরমেশন ডিসপ্লে সলুশ্যান সেবা দেবে প্রযুক্তি পণ্য সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ইউনিক বিজনেস সিস্টেমস। এ বিষয়ে প্রতিষ্ঠান দুটির মধ্যে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

রাজধানীর একটি হোটেলে এলজি ও ইউনিক বিজনেস সিস্টেমসের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এলজির পক্ষে উপস্থিত ছিলেন এলজিইএসএল বিডির ব্যবস্থাপনা পরিচালক পিটার কো, বিটুবি ডিসপ্লে সলিউশন বিভাগের জ্যাকি ইয়াং তাইক জেয়ং এবং প্রোডাক্ট ম্যানেজার রবিউল আওয়াল। ইউনিক বিজনেস সিস্টেমসের পক্ষে উপস্থিত ছিলেন এর ব্যবস্থাপনা পরিচালক আবদুল হাকিম, পরিচালক অপারেশন কর্মকর্তা হাবিবা নাসরিন রিতা ও ব্যবস্থাপক জাকির হোসেন।

অনুষ্ঠানে এলজিইএসএল বিডির ব্যবস্থাপনা পরিচালক পিটার কো বলেন, বাংলাদেশের বাজার আমাদের পণ্যের জন্য আকর্ষনীয়। আমরা বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহার করে আমাদের পল্যগুলো তৈরি করি। অপরদিকে ইউনিক বিজনেস সিস্টেমস দীর্ঘদিন ধরে বাংলাদেশের বাজারে দক্ষতার সাথে কাজ করছে। তাদের বাজার দক্ষতা আর আমাদের প্রযুক্তি পল্যসেবা দুই মিলে বাংলাদেশের ক্রেতাদের ভালো কিছু উপহার দেবো বলে আমি মনে করি।

চুক্তি প্রসঙ্গে ইউনিক সিস্টেমসের ব্যবস্থাপনা পরিচালক আবদুল হাকিম বলেন, ডিজিটাল বাংলাদেশ রুপকল্প বাস্তবায়নের পথে প্রযুক্তি হলো অন্যতম হাতিয়ার। বিশেষ করে শিক্ষা প্রশিক্ষণ এবং ব্যবসায়িক কর্মকাণ্ডে ডিজিটালাইজেশনে আমরা দীর্ঘদিন হতে কাজ করে আসছি।

হাবিবা নাসরিন বলেন, ইউনিক বিজনেস সিস্টেমস মানুষের আস্থার নাম। এলজির সাথে আমাদের এই সম্পর্কের মাধ্যমে আমরা ক্রেতাদের ভালো কিছু পণ্যসেবা দিতে পারবো বলে বিশ্বাস করি।

উল্লেখ্য, এলজির ইনফরমেশন ডিসপ্লে­ সেগমেন্টের মধ্যে রয়েছে ইন্টারঅ্যাক্টিভ ডিজিটাল বোর্ড, ভিডিও ওয়াল অ্যান্ড এলইডি ডিসপ্লে, হসপিটালিটি ডিসপ্লে সলিউশন, ওলইডি ও ট্রান্সপারেন্ট এলইডি।

সংশ্লিষ্ট বিষয়

এলজি ইউনিক বিজনেস

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Page rendered in: 0.1533 seconds.