ট্রফি উন্মোচনে দুই অধিনায়ক। ছবি: সংগৃহীত
দুই দলের মাঝে সাম্প্রতিক সময়ে লড়াই জমছে বেশ। এটার শুরু ২০১৫ বিশ্বকাপ। বিতর্কির ম্যাচের পর ঘরের মাঠে ভারতকে হারিয়ে সিরিজ জয়। দুই দলের মুখোমুখি লড়াই উপভোগ করে দর্শকরাও। এবার লিটন জানালেন ভারত আর আমাদের আন্ডারডগ ভাবে না।
আগামীকাল মিরপুরে দুপুর ১২ টায় গড়াবে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। ইনজুরির কারণে নিয়মিত অধিনায়ক তামিম ইকবালের না থাকায় দায়িত্ব উঠেছে লিটন দাসের কাঁধে। অধিনায়কত্ব পেয়ে বেশ রোমাঞ্চিত লিটন দাসের চোখ সিরিজ জয়ে।
শক্তির বিচারে ভারত ঢ়ের এগিয়ে থাকলেও নিজেদের ছোট করে দেখছেন না লিটন দাস। দলের মূল দুই ক্রিকেটার তামিম ইকবাল ও তাসকিন আহমেদকে মিস করলেও ভালো করার সামর্থ্য রয়েছে বাংলাদেশের, এমনটাই বিশ্বাস করেন টাইগারদের নতুন ওয়ানডে অধিনায়ক।
লিটন দাস বলেন, ‘ভারত ভালো দল, এটা মানতেই হবে। তবে, ঘরের মাঠে আমরাও ভালো দল। এই ফরম্যাট (ওয়ানডে) এমন যে আমরা ঘরের মাঠে ভালো খেলি। তামিম ও তাসকিনকে মিস করবো। এখন যারা দলে রয়েছে তারাও ভালো করার সামর্থ্য রাখে।’
দুই দলের লড়াই যেখানেই হোক ম্যাচে উত্তেজনার কমতি থাকে না। দুই দলের দ্বৈরথ নিয়ে লিটনের কাছে প্রশ্ন করা হলে লিটন জানান সিরিজ নিয়ে তিনি বেশ রোমাঞ্চিত।
লিটন বলেন, ‘আমরা এই সিরিজটা নিয়ে বেশ রোমাঞ্চিত। তারা ভালো দল, তাদের খ্যাতি এবং সামর্থ্য সবই রয়েছে। কিন্তু, আমরা ইদানীং ভারতের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলছি। সবচেয়ে বড় ব্যাপার, ভারত এখন আর আমাদের আন্ডারডগ ভাবে না।’
ঘরের মাঠে খেলা হলে বাড়তি সুবিধা পেয়ে থাকে স্বাগতিক দল। নিজেদের সুবিধামত পিচ বানানো ও দর্শকদের থেকে বাড়তি সার্পোট এগিয়ে রাখে। লিটন দাস মনে করছেন পিচ নিয়ে ভারতের ধারণা কম এবং দর্শকদের পূর্ণ সার্পোট তো থাকছেই।
তিনি বলেন, ‘ঘরের মাঠে খেলা, দর্শক সবসময় আমাদের পক্ষে থাকে। আমি জানি না মিরপুরের উইকেট কেমন আচরণ করবে। তবে, ভারত এই উইকেট সম্পর্কে খুব বেশী জানে না, এটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট।’
ভালো লড়াইয়ে বিশ্বাসী লিটন দাসের মাথা ব্যথার কারণ হতে পারে কোহলি-রোহিতরা। বিশ্রাম কাটিয়ে মাঠে ফেরা কোহলিরা বেশ ভয়ংকর হতে পারেন সেটি বলার অপেক্ষা রাখে না। তবে বোলারদের প্রতি পূর্ণ বিশ্বাস রয়েছে লিটন দাসের।
লিটন বলেন, ‘ভারতের ব্যাটিং লাইনআপ দূর্দান্ত। শুধু কোহলি না, তাদের রোহিত, রাহুল, ধাওয়ানদের মতো ব্যাটার রয়েছে। তবে, আমাদের বোলারদের নিয়ে আত্মবিশ্বাসী। ভালোই করতে চাই।’
২০১৫ সালের পর আবারও বাংলাদেশ সফরে এসেছে কোহলি - রোহিতরা। সবশেষে সফরে ২-১ ব্যবধানে সিরিজ হেরেছিল ভারত।