• ক্রীড়া ডেস্ক
  • ০৩ ডিসেম্বর ২০২২ ২০:৩৮:৫৫
  • ০৩ ডিসেম্বর ২০২২ ২০:৩৮:৫৫
অন্যকে জানাতে পারেন: Facebook Twitter Google+ LinkedIn Save to Facebook প্রিন্ট করুন
বিজ্ঞাপন

লাবুশেনের রেকর্ড ব্যাটিং, রোমাঞ্চের অপেক্ষায় ‘পার্থ’ টেস্ট

লায়নকে ঘিরে উল্লাস। ছবি: সংগৃহীত

 

জমে উঠেছে অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টেস্ট। পার্থে গড়ানো টেস্টে রেকর্ড বুকে নাম লিখিয়েছেন মারনাস লাবুশেন। চতুর্থ দিনের শেষ বিকেলে ব্র্যাথওয়েটের সেঞ্চুরিতে পঞ্চম দিনে ছড়াতে পারে রোমাঞ্চ।

পার্থ টেস্টে রেকর্ডের ছড়াছড়ি। নিজেদের প্রথম ইনিংসে মারনাস লাবুশেন ও স্টিভেন স্মিথের ডাবল সেঞ্চুরির পর ট্রাভিস হেডের আক্ষেপ। ৫৯৮ রানে ইনিংস ঘোষণার পর স্টার্ক-কামিন্স নৈপুণ্যে ২৮৩ রানের অলআউট ওয়েস্ট ইন্ডিজ।

নিজেদের দ্বিতীয় ইনিংসেও ইনিংস ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। ততক্ষণে লাবুশেনে মেতেছেন সেঞ্চুরির উদযাপনে। এরই সাথে বিশ্বের অষ্টম ব্যাটার হিসেবে একই টেস্টে সেঞ্চুরি ও ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়েছেন তিনি। লাবুশেনের রেকর্ড ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া নিজেদের দ্বিতীয় ইনিংস ১৮২ রানে ঘোষণা করলে ওয়েস্ট ইন্ডিজের সামনে জয়ের লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৪৯৮ রান।

রানের পাহাড় সামনে রেখে ব্যাটিংয়ে নেমে দলকে উড়ন্ত সূচনা এনে দেন শিবনারায়ন চন্দরপলের ছেলে ত্যাগনারায়ণ চন্দরপল, সঙ্গী ক্রেইগ ব্র্যাথওয়েট। দুইজনের অসাধারণ ব্যাটিংয়ে ১১৬ রানের উড়ন্ত সূচনা পায় ওয়েস্ট ইন্ডিজ। দলীয় ১১৬ রানের মাথায় চন্দরপল ৪৫ রানে স্টার্কের বলে বোল্ড হলেও শেষ বিকেলে সেঞ্চুরি তুলে নেন ব্র্যাথওয়েট। দিনশেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৩ উইকেটে ১৯২ রান। ব্র্যাথওয়েট ১০১ ও কাইল মায়ার্স ০ রানে অপরাজিত।

পার্থে পঞ্চম দিনে ওয়েস্ট ইন্ডিজের জয়ের জন্য প্রয়োজন ৩০৬ রান। অস্ট্রেলিয়ার প্রয়োজন ৭ উইকেট। টেস্টে কি আরও একবার রাজসিক হিসেবে প্রমাণ হবে পার্থে?

সংশ্লিষ্ট বিষয়

AUS v WI

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Page rendered in: 0.1524 seconds.