• ক্রীড়া ডেস্ক
  • ০৩ ডিসেম্বর ২০২২ ২২:৩০:৫৮
  • ০৩ ডিসেম্বর ২০২২ ২২:৩০:৫৮
অন্যকে জানাতে পারেন: Facebook Twitter Google+ LinkedIn Save to Facebook প্রিন্ট করুন
বিজ্ঞাপন

তামিম-তাসকিনকে ছাড়াই আগামীকাল ভারতের মুখোমুখি বাংলাদেশ

শেষ মূহুর্তের অনুশীলনের বাংলাদেশ দল। ছবি: সংগৃহীত

 

হাঁটুর চোটে তামিম ইকবাল পুরো সিরিজ থেকে ছিটকে গেলেও তাসকিনকে পাওয়া যাবে দ্বিতীয় ম্যাচ থেকেই। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আগামীকাল ভারতের বিপক্ষে মাঠে নামছে লিটন-সাকিবরা।

সাত বছর পর বাংলাদেশে পা রেখেছে ভারত। বাংলাদেশের বিপক্ষে বেশ শক্তিশালী স্কোয়াড নিয়েই এসেছে তারা। শক্তির বিচারে ভারত এগিয়ে থাকলেও বাংলাদেশ খুব বেশী পিছিয়ে ছিলো না। কিন্তু সিরিজ শুরুর আগ মূহুর্তে তামিম ইকবাল ও তাসকিন আহমেদের ইনজুরি পিছিয়ে দিয়েছে বাংলাদেশকে।

তামিমের অনুপস্থিতিতে লিটন দাসের কাঁধে উঠেছে অধিনায়কত্বের দায়িত্ব। আগামীকাল (রবিবার) টস করার মধ্য দিয়ে বাংলাদেশের ১৫ তম ওয়ানডে অধিনায়ক বনে যাবেন লিটন দাস।

তামিম না থাকলেও একাদশে দেখা যাবে পঞ্চপাণ্ডবের তিনজনকে। সাকিবের সাথে দেখা যাবে মুশফিক ও রিয়াদকে। ওপেনিংয়ে লিটন দাসের সঙ্গী হতে পারেন এনামুল বিজয়। পেস বোলিংয়ে নেতৃত্ব দিবেন মোস্তাফিজুর রহমান।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
লিটন দাস (অধিনায়ক), এনামুল বিজয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, ইয়াসির আলী, মেহেদী মিরাজ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও এবাদত হোসেন।

ভারতের সম্ভাব্য একাদশ:
রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল, ঋষভ পান্থ (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, দিপক চাহার ও মোহাম্মদ সিরাজ।

সংশ্লিষ্ট বিষয়

BAN v IND Bangladesh Cricket India Cricket IND V BAN

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Page rendered in: 0.1549 seconds.