গোলের পর নেদারল্যান্ডসের উল্লাস। ছবি: সংগৃহীত
গ্রুপ পর্বের লড়াই শেষে নক আউট পর্বের লড়াই শুরু হয়েছে আজ। কাতারে দুর্দান্ত গ্রুপ পর্ব কাটানোর পর কোয়ার্টার ফাইনালে উঠার লড়াইও জমেছে বেশ। যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রকে ৩-১ গোলে হারিয়ে শেষ আটে জায়গা করে নিয়েছে নেদারল্যান্ডস।
আজ শনিবার (৩ ডিসেম্বর) কাতারের দোহার খালিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে রাত ৯ টায় মুখোমুখি হয় দুই দল। শক্তির বিচারে এগিয়ে থাকা নেদারল্যান্ডস ম্যাচের ১০ মিনিটের মাথায় মেমফিস ডিপাইয়ের গোলে এগিয়ে যায়। শুরুর ধাক্কা কাটিয়ে যুক্তরাষ্ট্র ম্যাচে ফেরার চেষ্টা করলেও প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ডেলে ব্লিন্ডের গোল হজম করে পিছিয়ে পরে ২-০ গোলে।
দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার চেষ্টা করতে থাকে যুক্তরাষ্ট্র। বেশকিছু আক্রমণের পর অবশেষে ম্যাচের ৭৬ তম মিনিটে এসে গোল ব্যবধান কমান যুক্তরাষ্ট্রের হাজি রাইট। কিন্তু ৫ মিনিট পর নেদারল্যান্ডসকে আবারও এগিয়ে ডেনজেল ডামফ্রাইস। এরপর আর ম্যাচে ফেরা হয়নি যুক্তরাষ্ট্রের। রেফারির শেষ বাজি বেজে উঠার সাথে সাথে উদযাপনে মেতে উঠে ডিপাই-ডামফ্রাইসরা। এরই সাথে ৩-১ গোলের জয়ে কাতার বিশ্বকাপের প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো দলটি।