গোলের পর উল্লাসে কেইন-সাকারা। ছবি: সংগৃহীত
নক আউট পর্বের লড়াই জমে উঠেছে বেশ। রবিবার দিনের প্রথম ম্যাচে পোল্যান্ডকে উড়িয়ে ফ্রান্স কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার পর দিনের দ্বিতীয় ম্যাচে সেনেগালকে ৩-০ গোলে হারিয়ে চতুর্থ দল হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড।
রবিবার (৪ ডিসেম্বর) রাত একটায় শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে মুখোমুখি হয় সাদিও মানে বিহীন সেনেগাল। শক্তির বিচারে এগিয়ে থাকা ইংল্যান্ড ম্যাচে শুরু থেকেই চাপে রাখে সেনেগালকে। সেনেগালও লড়াইয়ের চেষ্টা করতে থাকেন নিজেদের সবটা দিয়ে। কিন্তু ম্যাচের ৩৮ তম মিনিটে জর্ডান হেডারসনের অসাধারণ গোলে পিছিয়ে পড়ে সেনেগাল। প্রথর্মাধের অতিরিক্ত সময়ের শেষ মূহুর্তে সেনেগালের জালে বল জড়িয়ে হ্যারি কেইন উল্লাসে মেতে উঠলে ম্যাচ থেকে অনেকটাই ছিটকে যায় সেনেগাল।
সেখান থেকে দ্বিতীয়ার্ধে লড়াইয়ে ফেরার চেষ্টা করতে থাকেন সেনেগাল। কিন্তু ম্যাচের ৫৭ তম মিনিটে বুকায়ো সাকার অসাধারণ গোলে ৩-০ গোলের লীড পায় ইংল্যান্ড। বাকী সময়ে দুই দলই গোলের জন্য মুখিয়ে থাকলেও শেষ পর্যন্ত গোলের দেখা পাননি কেউ। নির্ধারিত সময় শেষে ৩-০ গোলের জয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল ইংল্যান্ড। কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের প্রতিপক্ষ ফ্রান্স।