ল্যান্স মরিস। ছবি: সংগৃহীত
ঘরের মাঠে চলছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টে জয় পেয়েছে অস্ট্রেলিয়া। এবার দ্বিতীয় টেস্টের জন্য স্কোয়াড ঘোষণা করেছে অস্ট্রেলিয়া ক্রিকেট।
স্কোয়াডে যুক্ত হয়েছেন আলোচনায় থাকা ল্যান্স মরিস। সাম্প্রতিক সময়ে বল হাতে দ্রুতি ছড়ানো মরিস নজর কেড়েছেন দুর্দান্ত গতি দিয়ে। কেননা, নিয়মিত ১৫০ কিলোমিটার গতিতে বোলিং করতে পারেন ল্যান্স মরিস।
গতি সাথে আগ্রাসনের সঙ্গে বেশ কার্যকারিতা দেখিয়েছেন এই পেসারের। তাইতো শেফিল্ড শিল্ড মাতিয়ে এবার জাতীয় দলে জায়গা করে নিলেন তিনি। অ্যাডিলেড টেস্টে ব্যাকআপ পেসার হিসেবে মরিসের সঙ্গী মাইকেল নিসার।
স্কোয়াডে সুযোগ পাওয়া মরিসকে একাদশেও দেখা যেতে পারে। পার্থ টেস্টে হালকা চোট পেয়েছিলেন প্যাট কামিন্স।
অস্ট্রেলিয়া টেস্ট দল:
প্যাট কামিন্স (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, মার্কাস হ্যারিস, জস হ্যাজেলউড, ট্রাভিস হেড, উসমান খাওয়াজা, মার্নাস ল্যাবুশেন, স্কট বোল্যান্ড, নাথান লায়ন, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মাইকেল নিসার, ল্যান্স মরিস।