• ক্রীড়া ডেস্ক
  • ০৫ ডিসেম্বর ২০২২ ১৮:১২:৫১
  • ০৫ ডিসেম্বর ২০২২ ১৮:১২:৫১
অন্যকে জানাতে পারেন: Facebook Twitter Google+ LinkedIn Save to Facebook প্রিন্ট করুন
বিজ্ঞাপন

এন্ডারসন - রবিনসন বীরত্বে ইংল্যান্ডের শ্বাসরুদ্ধকর জয়

অসাধারণ এক জয়ের পর ইংল্যান্ডের উল্লাস। ছবি: সংগৃহীত

 

ক্রিকেট গৌরবময় অনিশ্চয়তার খেলা সেটি প্রমাণ হলো আবারও। রাওয়ালপিন্ডি টেস্টে শেষ সেশনে জয়ের জন্য পাকিস্তানের দরকার ছিলো মাত্র ৮৬ রান। ৫ উইকেট হাতে নিয়েও পাকিস্তান হার মেনেছে ৭৪ রানের ব্যবধানে।

টানটান উত্তেজনা পূর্ণ ম্যাচের শুরুটা হয়েছে ১ ডিসেম্বর। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বেন স্টোকস। বেন স্টোকসের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেন ইংল্যান্ডের ব্যাটাররা। ৪ সেঞ্চুরিতে ৬৫৭ রানের বড় সংগ্রহ পায় ইংল্যান্ড।

জবাবে খেলতে নেমে পাকিস্তানের ব্যাটাররাও প্রমাণ করেন নিজেদের। তিন সেঞ্চুরিতে ৫৭৯ রানে অলআউট হলে প্রথ ইনিংসে ৭৮ রানে পিছিয়ে থাকে ভারত। ৭৮ রানে এগিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে হ্যারি ব্রুকের ৮৭ রানের ঝড়ো ইনিংসে ২৬৪ রানে ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড। পাকিস্তানের সামনে জয়ের লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৩৪৩ রান।

৩৪৩ রানের জবাবে খেলতে নেমে শুরুতেই আউট হোন আব্দুল্লাহ শফিক। এরপর রিটায়ার্ড আউট হয়ে মাঠ ছাড়েন আজহার আলীও। শুরুর বিপদ কাটিয়ে উঠার আগে ফিরে যান বাবর আজমও। শুরুর ধাক্কা কাটিয়ে দারুণভাবে ম্যাচে ফেরে পাকিস্তান। শেষদিনে এসে সহজ জয়ের লক্ষ্যে দলকে এগিয়ে নিচ্ছিলেন মোহাম্মদ রিজওয়ান ও শাকিল। কিন্তু রবিনসনের বলে শাকিল আউট হলে জমে ওঠে ম্যাচ। শেষ সেশনে বল হাতে জ্বলে ওঠেন এন্ডারসন। এন্ডারসন ও রবিনসনের চার উইকেটের দিনে প্রতিরোধ গড়ে তোলেন নাসিম শাহ ও৷ মোহাম্মদ আলী। কিন্তু জ্যাক লিচের বলে নাসিম এলবিডব্লু হলে ৭৪ রানের জয় পায় ইংল্যান্ড।

সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড (১ম ইনিংস) ৬৫৭/১০ (১০১ ওভার)
ব্রুক ১৫৩, ক্রলি ১২২, পোপ ১০৮, ডাকেট ১০৭
জাহিদ ২৩৫/৪, নাসিম ১৪০/৩

পাকিস্তান (১ম ইনিংস) ৫৭৯/১০(১৫৫.৩ ওভার)
বাবর ১৩৬, ইমাম-উল হক ১২১, শফিক ১১৪
উইল জ্যাকস ১৬১/৬, লিচ ১৯০/২

ইংল্যান্ড (২য় ইনিংস) ২৬৪/৭(৩৫.৫ ওভার) ডিক্লেয়ার
ব্রুক ৮৭, রুট ৭৩, ক্রলি ৫০
আলী ৬৪/২, নাসিম ৬৬/২

পাকিস্তান (২য় ইনিংস) ২৬৮/১০(৯৬.৩ ওভার)
সাকিল ৭৬, ইমাম-উল ৪৮, রিজওয়ান ৪৬
এন্ডারসন ৩৬/৪, রবিনসন ৫০/৪

ফলাফল: ইংল্যান্ড ৭৪ রানে জয়ী।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Page rendered in: 0.1628 seconds.