সাকিব আল হাসান ও ওয়াসিম জাফর। ছবি: সংগৃহীত
সাকিব আল হাসানকে বলা হয় বাংলার জান, বাংলার প্রাণ। বাইশ গজে নিজেকে ছাড়িয়ে যাওয়া সাকিব বিশ্বসেরা অলরাউন্ডার। ইতিহাসের সেরা অলরাউন্ডারদের একজন। বাংলাদেশের জার্সিতে নিজেকে প্রমাণ করা সাকিবকে নিয়ে আক্ষেপ প্রকাশ করলেন ভারতের ওয়াসিম জাফর।
রবিবার ভারতের বিপক্ষে অসাধারণ বোলিং নৈপুণ্য দেখিয়েছেন সাকিব আল হাসান। নিজের প্রথম ওভারেই অসাধারণ এক ডেলিভারিতে রোহিত শর্মাকে বোল্ড করার পর বিরাট কোহলিকেও আউট করেন তিনি। ম্যাচে মাত্র ৩৬ রানে ৫ উইকেট শিকার করেন সাকিব।
ম্যাচের মাঝ বিরতিতে ইএসপিএনে কথা বলেন ওয়াসিম জাফর। সেখানেই সাকিবকে নিয়ে আক্ষেপ প্রকাশ করেন জাফর। সাকিবকে সেরা অলরাউন্ডার মানতে কোনো সন্দেহ নেই জাফরের। কিন্তু বাংলাদেশের জার্সিতে খেলায় সাকিব সেভাবে স্বীকৃতি পাননা।
জাফর বলেন, ‘অবশ্যই, সে (সাকিব) অন্যতম সেরা অলরাউন্ডার, এটা নিয়ে কোন সন্দেহ নেই। তবে, এটা দুর্ভাগ্যের বিষয় যে সে বাংলাদেশের হয়ে খেলে। অন্যরা যেভাবে স্বীকৃতি পায় সাকিব সেভাবে পায় না। বড় মঞ্চেও ব্যাটে-বলে সাকিবের এমন পারফরম্যান্স দেখা যায়।’
সাকিবকে সেরা মনে করে ২০১৯ বিশ্বকাপের স্মৃতি টেনে আনেন জাফর। সাকিবের এমন পারফরম্যান্সে খুশি হয়েছে তিনি। জাফর বলেন, ‘২০১৯ বিশ্বকাপের কথা আপনার মনে আছে নিশ্চয়ই। সে ব্যাট হাতে দারুণ করেছিল, বাংলাদেশকে একাই টেনে নিয়েছিল। বাংলাদেশ থেকে উঠে এসেছে এমন অলরাউন্ডারদের মাঝে সে দুর্লভ। সে ভালো দলের বিপক্ষেও ভালো করে। তাকে নিয়ে আমি খুব খুশি।’