কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়া। ছবি: সংগৃহীত
টানটান উত্তেজনা পূর্ণে ম্যাচে কোন দলই মাথা নত করতে রাজী নয়। নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত ৩০ মিনিটেও ১-১ সমতায় থাকার পর টাইব্রেকারে ক্রোয়েশিয়ার কাছে হেরে স্বপ্নভঙ্গ হলো জাপানের।
সোমবার (৫ নভেম্বর) কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে মুখোমুখি হয়েছিল জাপান ও ক্রোয়েশিয়া। ম্যাচে জাপার আগে লিড নিলেও দ্বিতীয়ার্ধে সমতায় ফেরে ক্রোয়েশিয়া।
পুরো ম্যাচে অসাধারণ ফুটবল উপহার দেয় জাপান। কিন্তু মোট ১২০ মিনিটে আর কোন দলই গোলের দেখা না পেলে এই আসরের প্রথম টাইব্রেকারে যায় ম্যাচটি।
পেনাল্টি শুটআউটে জাপান আগে সুযোগ পেলেও টানা দুইটি বলে গোল মিস করলে চাপে পড়ে জাপান। সেখান থেকে প্রথম তিন শুটে ২-১ ব্যবধানে এগিয়ে যায় ক্রোয়েশিয়া। কিন্তু চতুর্থ শটটিও ক্রোয়েশিয়ার গোলরক্ষক আটকে দিলে চতুর্থ শটে গোল করে উল্লাসে মেতে ওঠে ক্রোয়েশিয়া।