গোলের পর নেইমারদের নৃত্য। ছবি: সংগৃহীত
মাঠের লড়াইয়ের আগে ব্রাজির এগিয়ে ছিলো বেশ। মাঠেও সেটি প্রমাণ করেছে। সবুজ গালিচায় ফুটেছে ফুল, দুর্দান্ত ফুটবল উপহার দেওয়া ভিনি-নেইমাররা জয় দক্ষিণ কোরিয়াকে উড়িয়ে দিয়েছে ৪-১ গোলের বিশাল ব্যবধানে।
সোমবার (৫ ডিসেম্বর) রাত ১ টায় মুখোমুখি হয় ব্রাজিল ও দক্ষিণ কোরিয়া। ম্যাচের সাত মিনিটের মাথায় ভিনিসিয়ুসের অসাধারণ গোলে লিড পায় ব্রাজিল। এরপর ম্যাচের ১৪ তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করে নেইমার।
প্রথমার্ধেই যেন ম্যাচ জিতে নেই নেইমাররা। ম্যাচের ৩৬ মিনিটের মাঝে আরও দুইবার সাম্বা নৃত্যে মেতে উঠে নেইমাররা। প্রথমার্ধে ৪-০ গোলের এগিয়ে থাকা ব্রাজিল শেষ পর্যন্ত চালিয়েছে নানান পরীক্ষা - নীরিক্ষা। দ্বিতীয়ার্ধে এলোমেলো ফুটবল উপহার দিলেও ৪-১ গোলের বড় জয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে দলটি। কোয়ার্টারে তাদের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া।