• নিজস্ব প্রতিবেদক
  • ০৬ ডিসেম্বর ২০২২ ১১:০৪:৪৯
  • ০৬ ডিসেম্বর ২০২২ ১১:০৪:৪৯
অন্যকে জানাতে পারেন: Facebook Twitter Google+ LinkedIn Save to Facebook প্রিন্ট করুন
বিজ্ঞাপন

১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত হাজী সেলিম জামিন পেলেন

ছবি : সংগৃহীত

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত সরকারদলীয় সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমকে জামিন দিয়েছেন আপিল বিভাগ।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন।

সাজার বিরুদ্ধে লিভ টু আপিল গ্রহণ করে হাজী সেলিমকে জামিন দেয় আদালত।

আদালতে হাজি সেলিমের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্ট বারের সভাপতি মোমতাজ উদ্দিন ফকির, বারের সম্পাদক আব্দুন নূর দুলাল, সাইদ আহমেদ রাজা। অপরদিকে দুদকের পক্ষে ছিলেন খুরশিদ আলম খান।

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা-৭ আসনের এই সংসদ সদস্যকে ১০ বছরের সাজা দেয় আদালত। ২০০৭ সালে দুদকের পক্ষ থেকে লালবাগ থানায় মামলাটি করা হয়। পরের বছরের ২৭ এপ্রিল তাকে ১৩ বছরের কারাদণ্ডাদেশ দেন বিচারিক আদালত। সেই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন তিনি।

গত ২২ মে দুদকের করা মামলায় ১০ বছরের দণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগের সংসদ সদস্য উচ্চ আদালতের নির্দেশে ঢাকার ৭ নম্বর বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন চান। শুনানি শেষে বিচারক শহীদুল ইসলাম তা নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

হাজী সেলিম ঢাকা-৭ আসনের সংসদ সদস্য। আওয়ামী লীগের ঢাকা মহানগর দক্ষিণের উপদেষ্টমণ্ডলীতে রয়েছেন। বিগত কমিটিতে তিনি সদস্য ছিলেন। এর আগে অবিভক্ত ঢাকা মহানগর আওয়ামী লীগের কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন তিনি।

সংশ্লিষ্ট বিষয়

হাজী সেলিম

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Page rendered in: 0.1653 seconds.