• ক্রীড়া ডেস্ক
  • ০৬ ডিসেম্বর ২০২২ ১৪:১১:০১
  • ০৬ ডিসেম্বর ২০২২ ১৫:১৯:৫৮
অন্যকে জানাতে পারেন: Facebook Twitter Google+ LinkedIn Save to Facebook প্রিন্ট করুন
বিজ্ঞাপন

দীপু-জাকেরের ব্যাটে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ

৪৬ রানে ফিরেছেন জাকির হাসান। ছবি: সংগৃহীত

 

ঘরের মাঠে ভারত এ দলের বিপক্ষে আবারও ব্যর্থ মুমিনুল - মিথুনরা। জাকির হাসানের ৪৬ রানের পর দ্বিতীয় সেশনে জাকের-দীপুর অসাধারণ ব্যাটিংয়ে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ এ দল।

আজ মঙ্গলবার (৬ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় বাংলাদেশ এ দল। ভারতের আমন্ত্রণে সাড়া দিয়ে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি সাদমান ইসলাম। ব্যক্তিগত ৪ রানে সাদমানের বিদায়ের পর জাকিরের সাথে জুটি বাঁধেন জয়। আজও হতাশ করেছেন জয়। ফিরেছেন ১২ রানেই। সাদমান - জয়ের ব্যর্থতার দিনে ভালো শুরু করেও হতাশ করেছেন মুমিনুল হক। দলীয় ৭৮ রানে ৩ উইকেট হারানোর পর জাকির হাসানের সাথে জুটি বেঁধেছেন মিথুন। লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৮৩ রান। লাঞ্চ বিরতির পর দ্রুত ফিরে যান জাকির হাসান ও অধিনায়ক মোহাম্মদ মিথুন। ৮৪ রানেই ৫ উইকেট হারায় বাংলাদেশ।

সেখান থেকে শাহাদাত হোসেন দীপুকে সাথে নিয়ে জুটি গড়েন উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী। দুইজনের অসাধারণ ব্যাটিংয়ে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। ট্রি ব্রেকের আগে বাংলাদেশের সংগ্রহ ১৫৫ রান। জাকের ২৭ ও দীপু ৪৪ রানে ব্যাট করছে। ষষ্ঠ উইকেট জুটিতে তাদের সংগ্রহ ৭১ রান।

সংক্ষিপ্ত স্কোরঃ

বাংলাদেশ এ - ১৫৫/৫(৫৪ ওভার)
জাকির ৪৬, জয় ১২, মুমিনুল ১৫, সাদমান ৪, মিথুন ৪, দীপু ৪৪*, জাকের ২৭*
মুকেশ ২৭/৩, উমেশ ৪৫/১

সংশ্লিষ্ট বিষয়

বাংলাদেশ এ বনাম ভারত এ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Page rendered in: 0.1516 seconds.