• ক্রীড়া ডেস্ক
  • ০৬ ডিসেম্বর ২০২২ ১৫:২২:৪২
  • ০৬ ডিসেম্বর ২০২২ ১৫:২২:৪২
অন্যকে জানাতে পারেন: Facebook Twitter Google+ LinkedIn Save to Facebook প্রিন্ট করুন
বিজ্ঞাপন

অনুশীলনে ফিরলেও তাসকিনকে নিয়ে ঝুঁকি নিতে চান না ডমিঙ্গো

তাসকিন আহমেদ। ছবি: সংগৃহীত

 

বল হাতে দারুণ সময় পাড়ি দিচ্ছেন তাসকিন আহমেদ। অস্ট্রেলিয়া বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করা তাসকিন দেশে ফিরেই পড়েছিলেন ইনজুরিতে। এবার ইনজুরি কাটিয়ে ফিরলেও তাসকিনকে নিয়ে ঝুঁকি নিতে চাননা প্রধান কোচ রাসেল ডমিঙ্গো।

ঘরের মাঠে ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ তাসকিন খেলবেন না সেটি জানা কথা। তবে গুঞ্জন ছিলো দ্বিতীয় ম্যাচ থেকেই তাসকিনকে পাবে দল। হয়েছেও তাই। তাসকিন ফিরেছে অনুশীলনে, করছেন জিমও। এমনকি নেটে বোলিংও করেছেন এই পেসার।

কিন্তু ডমিঙ্গো তাসকিনকে নিয়ে ঝুঁকি নিয়ে চাইছেন না। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে তাসকিনকে ফুল ফিট চান তিনি। এছাড়াও ওয়ানডেতে অন্য পেসারদের উঠে আসার ভালো সুযোগ দেখছেন ডমিঙ্গো। আগামীকাল (৭ ডিসেম্বর) দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ভারতের বিপক্ষে নামার আগে আজ মঙ্গলবার (৬ ডিসেম্বর) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এমনটাই জানান ডমিঙ্গো।

ডমিঙ্গো বলেন, ‘৩/৪ দিন আগে তাসকিনকে ব্যথানশক ইনজেকশন দেয়া হয়েছে। গতকাল জিম করেছে, আজ ৫-৬ ওভার বোলিং করেছে। আমি এখনও নিশ্চিত না দ্বিতীয় ম্যাচে ওকে খেলিয়ে ঝুঁকি নেব কি-না। সামনে দুটি টেস্ট আছে আমাদের, এছাড়া বাকি বোলারদেরও ম্যাচ খেলিয়ে উন্নতির সুযোগ করে দিতে হবে।’

তাসকিনকে ছাড়াই প্রথম ম্যাচ জিতেছে ভারত। মোস্তাফিজ ছাড়াও স্কোয়াডে রয়েছেন এবাদত, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Page rendered in: 0.1585 seconds.