• নিজস্ব প্রতিবেদক
  • ০৭ ডিসেম্বর ২০২২ ১০:৪২:৩৪
  • ০৭ ডিসেম্বর ২০২২ ১০:৪২:৩৪
অন্যকে জানাতে পারেন: Facebook Twitter Google+ LinkedIn Save to Facebook প্রিন্ট করুন
বিজ্ঞাপন

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ছবি : সংগৃহীত

লক্ষ্মীপুরে বাকপ্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণ মামলায় মাহবুব আলম শিফুল নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাতে লক্ষ্মীপুর পৌর শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

এর আগে অভিযুক্ত মাহবুব আলম শিফুলের বিরুদ্ধে মামলা করে ভুক্তভোগীর পরিবার।

গ্রেপ্তার হওয়া মাহবুব আলম শিফুল কমলনগর উপজেলার চর লরেন্স গ্রামের বাসিন্দা বাচ্চুর ছেলে। তিনি নবগঠিত কমলনগর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি। 

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৪ মাস ধরে ভয়ভীতি দেখিয়ে বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ করছিলেন মাহবুব আলম শিফুল। গত সোমবার আবারো ওই কিশোরীকে ধর্ষণ করতে গেছে বিষয়টি কিশোরীর চাচী দেখে ফেলেন। পরে কিশোরীর চাচি চিৎকারে করতে শুরু করছে স্থানীয় লোকজনরা এগিয়ে আসেন। এসময় মাহবুব আলম শিফুল পালিয়ে যান। এই ঘটনায় গতকাল মঙ্গলবার ওই কিশোরীর চাচী বাদী হয়ে সদর থানায় মামলা করেন। এই মামলায় রাতে মাহবুব আলম শিফুলকে গ্রেপ্তার করে পুলিশ।

লক্ষ্মীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোসলেহ উদ্দিন জানান, বাক প্রতিবন্ধীকে ধর্ষণের মামলায় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে। 

সংশ্লিষ্ট বিষয়

প্রতিবন্ধী কিশোরী

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Page rendered in: 0.1542 seconds.