রাহুলের বিদায়ে মিরাজকে ঘিরে উল্লাস। ছবি: সংগৃহীত
মিরাকল, ম্যাজিকাল কিংবা অবিশ্বাস্য - মিরাজকে যেকোনো ভাবেই বিশ্লেষণ করা যায়। প্রথম ম্যাচে অবিশ্বাস্য জয় এনে দেওয়ার পর আজ সেঞ্চুরি করে ধ্বংসস্তূপ থেকে সিরিজ জয়ের স্বাদ এনে দিয়েছে বাংলাদেশকে।
আজ বুধবার (৭ ডিসেম্বর) ১২ টায় টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন লিটন দাস। অধিনায়ক লিটন দাসের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করতে ব্যর্থ হন টপ অর্ডার ব্যাটাররা। মাত্র ৬৯ রানে ৬ উইকেট হারায় বাংলাদেশ। সেখান থেকে অসাধারণ ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। সপ্তম উইকেটে দুইজনের অবিশ্বাস্য ব্যাটিংয়ে জমে ওঠে ম্যাচ। শুরু থেকেই এগ্রেসিভ ব্যাটিং উপহার দেওয়া মিরাজকে দারুণ সঙ্গ দেন রিয়াদ। দলীয় ২১৭ রানের মাথায় রিয়াদ ৭০ রানে আউট হলেও বিধ্বংসী ব্যাটিংয়ে সেঞ্চুরি তুলে নেন মিরাজ। শেষ দিকে নাসুমের ১১ বলে ১৮ রানে ভর করে ২৭১ রানের পুঁজি পায় বাংলাদেশ।
২৭২ রানের জয়ের লক্ষ্যে ওপেনিংয়ে আসেন বিরাট কোহলি ও শিখর ধাওয়ান। মূলত রোহিত শর্মার ইনজুরির কারণে ওপেনিংয়ে দেখা যায় কোহলিকে। কিন্তু ওপেনিংয়ে নেমে সুবিধা করতে পারেননি কোহলি। এবাদতের দুর্দান্ত বোলিংয়ে বোল্ড হওয়ার আগে নামের পাশে যুক্ত করেছিলেন মাত্র ৫ রান। কোহলির ব্যর্থতার দিনে দ্রুত ফিরে যান ধাওয়ানও। একপ্রান্তে সতীর্থদের যাওয়া আসার মিছিলে দাঁড়িয়ে যান শ্রেয়াস আইয়ার। পঞ্চম উইকেট জুটিতে সঙ্গী হিসেবে পান অক্ষর প্যাটেলকে।
শুরুর চাপ কাটিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়ায় ভারত। আইয়ারের ব্যাটিংয়ের দিনে জ্বলে ওঠেন প্যাটেলও। কিন্তু আবারও সেই মিরাজের দেখা। বুদ্ধিদীপ্ত বোলিংয়ে আফিফের ক্যাচে আইয়ারকে ফিরিয়ে ম্যাচে ফেরান বাংলাদেশকে। এরপর অক্ষর প্যাটেলকে ফিরিয়ে স্বস্তি এনে দেন এবাদত। কিন্তু ভারতের সপ্তম উইকেট পতনের পর ক্রিজে রোহিত শর্মার আগমন ঘটলে টাইগার শিবিরে আবারও অস্বস্তি দেখা দেয়।
কিন্তু চাহারকে শান্তর ক্যাচে পরিণত করে ভারতকে চাপে ফেলেন এবাদত। কিন্তু দলীয় ৪৬ তম ওভারে রোহিতের দুই ছক্কায় জমে ওঠে ম্যাচ। শেষ ২৪ বলে ভারতের প্রয়োজন দাঁড়ায় ৪১ রান। সেখান থেকে মিরাজ ইনজুরি নিয়ে মাঠ ছাড়লেও রিয়াদ মাত্র এক রান দিলে ৪৮ তম ওভারে ফিজ সিরাজকে বেঁধে রাখলে শেষ ১২ বলে ভারতের প্রয়োজন দাঁড়ায় ৪০ রান। সেখান থেকে ৪৯ তম ওভারে ক্যাচ মিচের মোহরায় রিয়াদ ২০ রান দিলে শেষ ৬ বলে ২০ রানের প্রয়োজন দাঁড়ায় ভারতের সামনে। ফিজের করা ৫০ তম ওভারে শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে মাত্র ৫ রানে জয় পায় বাংলাদেশ। সেই সাথে সাত বছর পর ভারতের বিপক্ষে সিরিজ জিতলো বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ - ২৭১/৭(৫০ ওভার)
মিরাজ ১০০*, রিয়াদ ৭৭, শান্ত ২১
সুন্দর ৩৭/৩, মালিক ৫৮/২
ভারত ২৬৬/৯(৫০ ওভার)
আইয়ার ৮২, প্যাটেল ৫৬, রোহিত ৫১*
এবাদত ৪৫/৩, সাকিব ৩৯/২
ফলাফল: বাংলাদেশ ৫ রানে জয়ী।
সিরিজ ফলাফল: তিন ম্যাচ সিরিজে বাংলাদেশ ২-০ ব্যবধানে জয়ী।