ম্যাচে সেঞ্চুরির পাশাপাশি দুই উইকেট শিকার করেন মিরাজ। ছবি: সংগৃহীত
ভারতের বিপক্ষে সিরিজ জয়, নায়ক মেহেদী হাসান মিরাজ। মিরাজের ক্যারিয়ারের অন্যতম সেরা সিরিজ হয়ে থাকবে নিঃসন্দেহে। প্রথম ম্যাচে শেষ উইকেট জুটিতে ফিজকে সাথে নিয়ে অসাধারণ জয়ের পর আজ সেঞ্চুরি করে রক্ষা করেছেন দলকে।
তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে মুস্তাফিজুরকে সাথে নিয়ে দশম উইকেটে ৫১ রানের জুটি গড়ার পাশাপাশি ৩৮ রানের অসাধারণ ইনিংস খেলে হয়েছিলেন ম্যাচ সেরা। সেই মিরাজ আজ ৬৯ রানে ৬ উইকেট হারানো বাংলাদেশকে সেঞ্চুরি করে এনে দিয়েছেন ২৭১ রানের পু্ঁজি। বল হাতেও দলের সেরা দুই ব্যাটার লোকেশ রাহুল ও শ্রেয়াস আইয়ারকে আউট করে হয়েছেন ম্যাচ সেরা।
ভারতের বিপক্ষে ৫ রানের শ্বাসরুদ্ধকর জয়ের ম্যাচে মিরাজ ম্যাচ সেরা হবেন সেটি অনুমেয় ছিলো। ঘোষণায় মিরাজের নাম এলে সাফল্যের রহস্য জানতে চাওয়া হলে মিরাজ জানান পরিশ্রমের ফল পাচ্ছেন তিনি।
মিরাজ বলেন, ‘গত কয়েক বছর আমি কঠোর পরিশ্রম করেছি। এবং কিছু বিশেষ ক্ষেত্রে ফোকাস করেছি। আন্তর্জাতিক ক্রিকেটে কিভাবে খেলতে হয় সেই বিষয়ে কোচ আমাকে যথেষ্ট ধারণা দিয়েছেন।’
‘রিয়াদ ভাই একজন সিনিয়র, আমরা শুধু একটি জুটি গড়ে তুলতে চেয়েছিলাম। এবং আমরা সেটি করতে পেরেছি, আমাদের জন্য দারুণ মূহুর্ত ছিলো। বোলিংয়ের সময় শুধুমাত্র ভালো জায়গায় বল করার চেষ্টা করেছি।’ - যোগ করেন মিরাজ।
ম্যাচে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট তো বটেই, লিস্ট এ ক্রিকেটেও এটিই মিরাজের প্রথম সেঞ্চুরি। ১০০ রানের অপরাজিত ইনিংসের পর বল হাতে ২ উইকেট শিকার করেন মিরাজ।