শান্তর ক্যাচ তালুবন্দি করতে গিয়ে চোট পান রোহিত। ছবি: ওয়ালটন
চোট নিয়েও অসাধ্য সাধন করার প্রয়াসে মাঠে নেমেছিলেন ৯ নাম্বারে। দুর্দান্ত ইনিংসের পরেও ম্যাচ জেতা হয়নি ভারতের। এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হারা ভারত এবার হারালো অধিনায়ক রোহিত শর্মাকে। চিকিৎসার জন্য মুম্বাইয়ে ফিরছেন রোহিত। সঙ্গী কুলদীপ সেন ও দীপক চাহার।
আজ (বুধবার) মোহাম্মদ সিরাজের বলে স্লিপে ক্যাচ দেন এনামুল হক বিজয়। বিজয়ের ক্যাচটি লুফে নিতে গিয়েই বিপদ ডেকে আনেন রোহিত শর্মা। ক্যাচ মিসের সাথে চোট নিয়ে মাঠও ছেড়েছিলেন রোহিত। এক্স-রে রিপোর্টে চোট গুরুত্বের না হলেও বুড়ো আঙুলের হাড় সরে যাওয়ার চিকিৎসার জন্য দেশে ফিরছেন রোহিত।
এদিকে প্রথম ম্যাচের পর চোট পান কুলদীপ সেন। এবং আজ বোলিংয়ের সময় হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়ায় মাত্র ৩ ওভার বোলিং করেছেন দীপক চাহার। পরবর্তী সময়ে তাকে ব্যাটিংয়ে দেখা গেলেও তাকে ফেরত যেতে হচ্ছে ভারতে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান কোচ রাহুল দ্রাবিড়।
তিন জনের বদলি হিসেবে এখনও কারও নাম ঘোষণা করেনি ভারত।