ছবি : সংগৃহীত
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে আটকের পর জরুরি বৈঠকে বসেছেন দলটির জ্যেষ্ঠ নেতারা।
শুক্রবার (৯ ডিসেম্বর) বেলা ১১টায় ভার্চুয়ালি দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে যুক্ত হন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বিষয়টি নিশ্চিত করে বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক এমরান সালেহ প্রিন্স বলেন, মহাসচিব এবং স্থায়ী কমিটির সদস্যদের তুলে নেওয়া এবং ১০ ডিসেম্বর গণসমাবেশ বাস্তবায়ন প্রসঙ্গে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে জরুরি বৈঠক চলছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, মহাসচিব ও মির্জা আব্বাসকে তুলে নেওয়া এবং ঢাকা বিভাগীয় গণসমাবেশের স্থান নির্ধারণ নিয়ে জরুরি বৈঠক চলছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
এর আগে, বৃহস্পতিবার রাতে ডিএমপি কমিশনারের সঙ্গে সমঝোতার পর প্রস্তাবিত দুটি স্থান পরিদর্শন করে বিএনপি। পরে তারা জানায়, স্থায়ী কমিটির সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। কোনো মাঠই আমাদের কাছে নিরাপদ মনে হচ্ছে না। আমরা এই মুহূর্তে সিদ্ধান্ত নিতে পারছি না।
এদিকে, বৃহস্পতিবার রাত ৩টায় মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে তাদের নিজ নিজ বাসা থেকে তুলে নিয়ে যায় পুলিশ। পরে শুক্রবার সকালে ডিবির পক্ষ থেকে দুজনকে আটকের কথা জানানো হয়।