• নিজস্ব প্রতিবেদক
  • ০৯ ডিসেম্বর ২০২২ ১৪:৩৩:২৭
  • ০৯ ডিসেম্বর ২০২২ ১৪:৩৩:২৭
অন্যকে জানাতে পারেন: Facebook Twitter Google+ LinkedIn Save to Facebook প্রিন্ট করুন
বিজ্ঞাপন

মির্জা ফখরুল ও মির্জা আব্বাস গ্রেপ্তার

ছবি : সংগৃহীত

পুলিশের ওপর ককটেল নিক্ষেপের মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

শুক্রবার (৯ ডিসেম্বর) ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ৮ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের ওপর ককটেল নিক্ষেপের নির্দেশদাতা হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসকে গ্রেপ্তার দেওয়া হয়েছে।

এর আগে, ডিবিপ্রধান বলেছিলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসকে আটক নয়, জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে আনা হয়েছে।

তিনি আরও বলেন, ১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশ। এই সমাবেশকে সামনে রেখে তাদের কোনও নাশকতার পরিকল্পনা রয়েছে কিনা সেজন্য জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাত ৩টার দিকে প্রথমে মির্জা আব্বাস ও পরে মির্জা ফখরুলকে ডিবি সদস্যরা তুলে নিয়ে যায় বলে অভিযোগ করে বিএনপি ও উভয়ের পরিবার।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Page rendered in: 0.1421 seconds.